/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/AMP-28.jpg)
বিয়ের অনুষ্ঠানে জিতু কমল ও নবনীতা দাস। ছবি সৌজন্য: জিতু
Jeetu Kamal and Nabanita Das wedding: বিয়ের ঠিক আগেই বার্তা দিয়েছিলেন জিতু কমল-- 'অধিকার নয়, দায়িত্ব নেওয়ার নাম বিয়ে'। শেষমেশ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কাজটি সম্পন্ন হল ৬ মে। পরিবারের প্রবীণদের অনুরোধে সংবাদমাধ্য়মের প্রবেশ নিষেধ ছিল বিয়ের অনুষ্ঠানে। পুরোপুরি বাঙালি আচার মেনেই হল বিয়ে। দুই পরিবারই 'ওদেশীয়'। তাই আজ ৭ মে সকালে নয়, সন্ধ্য়ায় নবনীতা পা রাখবেন তাঁর শ্বশুরবাড়িতে।
বিয়ের আচার-অনুষ্ঠান নিয়ে দু'পক্ষ যেমন খুবই স্পর্শকাতর, বর-কনেও তাই। বিয়ের দিন মোবাইল ফোন থেকে দূরে ছিলেন জিতু কমল প্রায় সারাদিন। মঙ্গলবার সকালে জানালেন, এই ধরনের আচার-অনুষ্ঠানের ব্য়াপারে তিনি খুবই সতর্ক। তাই অত্যন্ত মনোযোগী ছিলেন বিয়ের অনুষ্ঠানের সময়, কারণ সেটা তাঁর কাছে যে কোনও পুজোর মতোই পবিত্র।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/2.jpeg)
আরও পড়ুন: ‘অধিকার নয়, দায়িত্ব নেওয়ার নাম বিয়ে’: রইল জিতুর গায়ে হলুদের ছবি, ভিডিও
বিয়ের অনেকটা আগে থেকেই জিতুর পরিবারের প্রিয়পাত্রী হয়ে উঠেছেন নবনীতা। বিশেষত, জিতুর মায়ের সঙ্গে তাঁর খুবই হৃদ্য়তা তৈরি হয়েছে, সেটা আগেই জানিয়েছিলেন জিতু। ৭ মে দুপুরে প্রথম সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করলেন বিয়ের প্রথম ছবি। এছাড়া বিয়ের মণ্ডপে উপস্থিত জিতুর বন্ধু, অভিনেতা সুমন কুণ্ডু পাঠালেন আরও বেশ কিছু ছবি যা তাঁর মোবাইল ক্য়ামেরায় তোলা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/inside3-1.jpg)
এখন প্রশ্ন হল, বিয়ের পরে দু'জন দু'জনকে কি আলাদা নামে ডাকছেন? এই প্রশ্নের উত্তরে বেশ রহস্য় করলেন অভিনেতা। জিতু কমল নবনীতাকে আটপৌরে ঢঙে 'নব' বলে ডাকেন বেশ অনেকদিন ধরেই, সেই প্রথম একসঙ্গে কাজের সুবাদে। স্টার জলসা-র 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিকেই প্রথম দেখা যায় জিতু-নবনীতা জুটিকে। সেই থেকেই বন্ধুত্ব এবং ক্রমশ সম্পর্কের সূত্রপাত। সেই 'নব' ডাকটি বিয়ের পরেও রয়ে গিয়েছে বলেই শোনা গিয়েছে।
আরও পড়ুন: ক্য়ানসারের বিরুদ্ধে লড়াইটা কতটা কঠিন ছিল? ফিরে তাকালেন সোনালি
কিন্তু নবনীতা জিতুকে কী নামে ডাকছেন সেটা এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে নববধূ নাকি বেশ লজ্জাশীলা। স্বামীকে নাম ধরে ঠিক ডাকছেন না এখনও।