ব্যস্ত জীবনে কাজের অবসরে ছুটি পেলেই বেরিয়ে পড়েন দেব-রুক্মিণী। জুটির প্রিয় হলিডে ডেস্টিনেশন মালদ্বীপ। এবারও তাই। বিনোদিনীর শুট সেরে দেবের সঙ্গে মালদ্বীপে গিয়েছেন ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। তবে চমকে দেওয়ার মতো বিষয় হল, এযাবৎকাল একসঙ্গে ঘুরতে গেলেও কখনও একফ্রেমে ধরা দেননি জুটি। তবে এই প্রথমবার দিলেন।
পড়ন্ত বিকেলে মালদ্বীপের সমুদ্র সৈকতের বিলাবহুল রিসর্টের সাঁকোয় হাতে হাত ধরে হেঁটে চলেছেন দেব-রুক্মিণী। একে-অপরের দিকে রোম্যান্টিকভাবে চেয়ে। যেন রূপকথার কাহিনি। আর সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, “যতদিন না আবার আসি..।” যেন একসঙ্গে আবার মালদ্বীপে ফেরত আসার প্রতিশ্রুতি নিলেন জুটিতে। আর সেই ছবিই আগুন ধরিয়ে দিল নেটপাড়ায়।
শনিবারের নেটপাড়ায় তুমুল চর্চিত দেব-রুক্মিণীর এই রোম্যান্টিক ছবি। কারণ, এই প্রথমবার ঘুরতে গিয়ে একফ্রেমে ধরা দিয়েছেন জুটিতে। অতঃপর দুয়ে দুয়ে চার করে ফের তাঁদের বিয়ের প্রসঙ্গ তুললেন অনুরাগীরা। কারও মন্তব্য, ‘এটা কি প্রি ওয়েডিং শুট ছিল?’ কেউ বা আবার বলছেন,’এই প্রথমবার একসঙ্গে যখন ফ্রেমে এলে, তাহলে নিশ্চয় সুখবরটাও জলদি পাবো।’ কেউ বললেন- কাজলের টিকা দিলাম। যেন নজর না লাগে। তবে অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী?
[আরও পড়ুন: সিঁথিতে সিঁদুর, বিয়ের খবর দিলেন রিমঝিম মিত্র, নেটপাড়ার প্রশ্ন, ‘এপ্রিল ফুল বানাচ্ছেন?’]
সেই উত্তর যদিও অধরা। তবে তাঁদের মালদ্বীপের ছবি যে সোশ্যাল মিডিয়া সরগরম রেখেছে বলাই বাহুল্য। প্রসঙ্গত, দেব দিন কয়েক ধরেই মালদ্বীপে ছুটি কাটানোর ছবি-ভিডিও শেয়ার করছেন। যা দেখে খোদ মদন মিত্র অবধি কমেন্ট করে বলেছেন- ‘ওহ লাভলি!’