Advertisment
Presenting Partner
Desktop GIF

সিঁথিতে সিঁদুর, বিয়ের খবর দিলেন রিমঝিম মিত্র, নেটপাড়ার প্রশ্ন, 'এপ্রিল ফুল বানাচ্ছেন?'

টলিপাড়ায় জব্বর খবর!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rimjhim Mitra, Rimjhim Mitra marriage, Tollywood actress Rimjhim Mitra, Bengali actress Rimjhim Mitra, april fool's day, 1st April, tollywood news, রিমঝিম মিত্র, রিমঝিম মিত্রের বিয়ে, বিয়ে করলেন রিমঝিম, পয়লা এপ্রিল, টলিউড অভিনেত্রী রিমঝিম মিত্র, টলিউডের খবর

রিমঝিম মিত্র

যত্ত দোষ কি তারিখের? ক্যালেন্ডার মাফিক আজ পয়লা এপ্রিল। বোকা বানানোর দিন..। সকাল থেকেই যে যাঁকে পারছেন.. 'ঢপ' দিয়ে চলছেন। এবার অভিনেত্রী রিমঝিম মিত্রের বিয়ের ছবি দেখতেই শোরগোল টলিউডের অন্দরে। নেটপাড়াতেও কম কৌতূহলের অন্ত নেই। অতঃপর কনে সাজে লাজে রাঙা নায়িকাকে দেখে প্রশ্নই ছুঁড়ে বসেছেন যে, "এপ্রিল ফুল বানাচ্ছেন নাকি?"

Advertisment

শনিবারই নববধূ বেশে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেন রিমঝিম মিত্র। কপালে চন্দনের উল্কি। সিঁদুরে রাঙানো সিঁথি। মাথায় লাল ওড়না। খোঁপায় জুঁই ফুল। ঠোঁটের কোণে হালকা হাসি। এমন অবতারেই দেখা গেল রিমঝিম মিত্রকে। তবে কনে নিজের ছবি দিলেও বরের ছবি প্রকাশ্যে আনেননি। বউয়ের সাজে ছবি দিয়ে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন- 'নতুন জীবন শুরু করলাম।' আর সাতসকালে সেই পোস্ট দেখে ঘুম উড়ে গেল নেটপাড়ায়।

রিমঝিম মিত্রের বিয়ে নিয়ে অনেকেই সন্দিহান। হাসির ইমোজি দিতেই রেগে গেলেন তিনি। সেই স্ক্রিনশট দিয়ে লিখলেন- 'এরা কি মানুষ?' অনেকেই আবার বরের ছবি দেখতে চাইলেন। ইন্ডাস্ট্রির কারও কারও আবার আক্ষেপ- 'নেমন্তন্ন করলি না ভাই?' পাশাপাশি শুভেচ্ছাবার্তারও জোয়ার। ব়্যাচেল হোয়াইট, লাজবন্তী রায়, রানা সরকারের মতো অনেকেই কৌতূহল-পূর্ণ শুভেচ্ছাবার্তা পাঠালেন। পাত্রটি কে?

<আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চুটিয়ে ঘরকন্না দুর্নিবারের, আচমকাই প্রাক্তন মিনাক্ষীর পোস্টে ‘মৃত্যুর’ কথা>

রিমঝিম বললেন, "খুব লাজুক। তাই এখুনি ছবি পোস্ট করতে পারলাম না।" যদিও উত্তর হজম করতে পারেননি অনেকে। তাঁদের প্রশ্ন, 'চৈত্র মাসে তো বাঙালিদের বিয়ে হয় না। তাই আদৌ কি বিয়েটা করেছেন রিমঝিম?' এক্ষেত্রে অবশ্য কোনও জবাব পাওয়া যায়নি। তবে পুরনো রেকর্ড বলছে অন্য কথা। রিমঝিমের এই কনে সাজ হুবহু মিলে যাচ্ছে তিতলি ধারাবাহিকের সঙ্গে। সেই সিরিয়ালের দৃশ্যের শুট করতে গিয়েই কনে সেজেছিলেন তিনি। সেই ছবিই দিলেন না তো?

publive-image
tollywood Rimjhim Mitra tollywood news Tollywood Actress Entertainment News
Advertisment