Advertisment
Presenting Partner
Desktop GIF

পরমাণু: যে পাঁচটি কারণে দেখবেন জন আব্রাহামের এই ছবি

দোস্তানা বা গরম মশালার মতো ছবিতে জনকে মনে পড়ে? কিন্তু তখন এই অভিনেতাকে দেখে কেউ আঁচ করেননি ‘ম্যাড্রাজ কাফে’-র মতো সিরিয়াস ছবিতে তাঁকে দেখবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরমাণুতে একজন আমলা অশ্বত্থ রায়নার ভূমিকায় দেখা যাবে জনকে

ভারতের অন্যতম উল্লেখযোগ্য এক ইতিহাসকে রুপোলি পর্দায় তুলে আনছে জন আব্রাহামের ছবি পরমাণু।  ১৯৯৮ সালে পোখরানে পারমাণবিক পরীক্ষার ঘটনার উপর নির্ভর করে তৈরি হয়েছে এই ছবি। আপনি যদি এই ইতিহাসকে ভিজ্যুয়ালি দেখতে চান, তাহলে পরমাণুকে উপেক্ষা করতে পারবেন না। কেন দেখবেন এই ছবি, রইল তার পাঁচটি কারণ-

Advertisment

ফের স্বমহিমায় জন আব্রাহাম:

দোস্তানা বা গরম মশালার মতো ছবিতে জনকে মনে পড়ে? কিন্তু তখন এই অভিনেতাকে দেখে কেউ আঁচ করেননি ‘ম্যাড্রাজ কাফে’-র মতো সিরিয়াস ছবিতে তাঁকে দেখবেন। এবার সামনে তাঁর নতুন ছবি পরমাণু। শুধু চড়, লাথি-ঘুসি নয়, পরমাণুতে জনকে দেখা যাবে মগজাস্ত্র প্রয়োগ করতে, রণনীতি তৈরি করতে। এ ছবিতে সরকারি আধিকারিক অশ্বত্থ রায়নার ভূমিকায় দেখা যাবে জনকে।

publive-image ২৫ মে বড়পর্দায় আসছে পরমাণু।

প্রযোজকের ভূমিকায় জন:

অতীতে ভিকি ডোনার কিংবা মাদ্রাজ ক্যাফের মতো ছবিতেও প্রযোজক হিসাবে নিজেকে প্রমাণ করেছেন জন আব্রাহাম। বাণিজ্যিক ছবিতেও চিত্রনাট্যের গুণগত মান বজায় রেখেছেন তিনি। পরমাণু সেই তালিকায় আরও একটি সংযোজন হতে পারে।

আরও পড়ুন, পরমাণুর হাত ধরে ইতিহাস পড়াবেন জন আব্রাহাম

প্লট:

ইতিহাসকে ফিরে দেখা এবং চলচ্চিত্রায়িত করা মোটেই সহজ কাজ নয়। বলিউডে এমন ছবি প্রচুর তৈরি হয়েছে। কোনওটা হিট তো কোনওটা বক্স অফিসে ধাক্কা খেয়েছে। পরমাণুও সেই রিস্ক ফ্যাক্টরে তৈরি আরও একটা পরীক্ষামূলক ছবি। মানতেই হবে নিজের কেরিয়ারে ঝুঁকি নিতে জন পিছপা নন।

দেশপ্রেম:

ট্রেলারের শেষে জন বলেন তিনি যা করছেন পুরোটাই দেশের স্বার্থে। রাজির সাফল্যের পর পরমাণু দেশপ্রেমের নতুন দৃষ্টিকোণ তৈরি করবে দর্শকদের সামনে।

publive-image পোখরানে পারমাণবিক পরীক্ষার ইতিহাসনির্ভর ছবি পরমাণু

ডায়না পেন্টি:

পরমাণুতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ডায়না পেন্টিকে। বলিউডে তাঁর ছবির সংখ্যা তিন। এরই মধ্যে নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে নিয়ে আসছে দর্শকের সামনে। ককটেলের মীরা, লখনউ সেন্ট্রালের গায়ত্রী-র পর এবার তিনি অম্বালিকা। ছবিতে ডায়না ভারতীয় সেনাদলের একজন সদস্যের চরিত্রে অভিনয় করেছেন।

গতবছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল পরমাণুর। তবে জে এ এন্টারটেইনমেন্ট ও ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্টের আইনি লড়াইয়ের পর অবশেষে ২৫ মে বড়পর্দায় আসছে পরমাণু।

bollywood movie john abraham parmanu
Advertisment