/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/flat-no-609-feature-1.jpg)
মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’-এর ট্রেলার
Flat No 609 Bengali Movie Trailer: নায়িকা বদলের নাটকীয়তা নিয়ে শিরোনামে এসেছিল ছবি 'ফ্ল্যাট নম্বর ৬০৯'। কিছুদিন আগে ফ্ল্যাটের নেমপ্লেট টুইটারে শেয়ার করেছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কিছুটা আন্দাজ করা গিয়েছিল তখনই। অবশেষে এদিন মুক্তি পেল পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’-এর ট্রেলার। প্রথমে অভিনেত্রী সোহিনী সরকারের করার কথা ছিল এই ছবিটি। শুটিংও শুরু হয়েছিল। তবে পরে ঘটে নায়িকা বদল। আর তাঁর পরিবর্তে আবিরের সঙ্গে জুটি বাঁধেন তনুশ্রী।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতাশঙ্করের কেনা ফ্ল্যাটে এখন থাকেন আবির ও তনুশ্রী। কিন্তু আসার পর থেকেই তনুশ্রীর মনে হয় সব আশ্চর্য ঘটনা ঘটছে এখানে। তাই স্বামী আবিরের মনে সন্দেহ দানা বাঁধে, মানসিকভাবে অসুস্থ নন তো স্ত্রী? এদিকে ওইসব ঘটনা নিয়ে মুখ কুলুপ এঁটেছেন বৃদ্ধ দম্পতি। এই নিয়ে অরিন্দম ভট্টাচার্যের হরর ছবি ‘ফ্ল্যাট নং ৬০৯’।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/tanushree-flat.jpg)
আরও পড়ুন, চুপকথা সিরিজে সাংবাদিকের চরিত্রে রহস্য উদঘাটন পার্নো মিত্রের
তবে কলাকুশলীরা এই ছবিকে ভূতের ছবি বলতে নারাজ। তাঁদের মতে, রোম্যান্স ও থ্রিলারেরে সংমিশ্রণ রয়েছে ছবিতে। প্রসঙ্গত, অরিন্দম ভট্টাচার্যের এটি দ্বিতীয় ছবি। ছবিতে আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, পূজারিণী। আগামী ৩১ অগাস্ট মুক্তি পাবে ‘ফ্ল্যাট নং ৬০৯’।