করোনা আতঙ্কের জেরে অবশেষে বন্ধ হয়ে গেল টেলিপাড়ার শুটিং। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ৩০ মার্চ পর্যন্ত টালিগঞ্জের সমস্ত শুটিং বন্ধ থাকবে। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইম্পার প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত, আর্টিস্ট ফোরাম, চ্যানেল কর্তৃপক্ষ ও প্রোডিউসার্স গিল্ডের মিলিত বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হল।
মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, ''আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল থেকে ৩০ তারিখ পর্যন্ত সমস্ত শুটিং বন্ধ থাকবে। মানুষের স্বাস্থ্য সবার আগে।'' আগামী ৩০ মার্চ মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
আরও পড়ুন, করোনাতঙ্ক: মুখ্যমন্ত্রীর অনুরোধে বন্ধ তিন বাংলা ছবির স্ক্রিনিং
ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন প্রোডিউসারসের প্রেসিডেন্ট শৈবাল বন্দ্যোপাধ্যায় বললেন, ''বাইরে যারা শুটিংয়ের কাজে রয়েছেন প্রত্যেককে ইতিমধ্যেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সময় ব্যয় না করে আগামীকাল থেকেই শুটিং বন্ধ থাকবে।''
ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস বলেন, ''পশ্চিমবঙ্গে এখনও কোনও আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবুও ওড়িশা পর্যন্ত যেহেতু চলে এসেছে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩০ তারিখ মুখ্যমন্ত্রীর রিভিউ বৈঠক করার পর আবার আমরা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেব।''
আরও পড়ুন, সরকারি নির্দেশ, শুটিং বাতিল করে দেশে ফিরছেন মিমি
প্রসঙ্গত, মুম্বই হোক বা কলকাতা ছবির শুটিং তড়িঘড়ি বন্ধ করে দিলেও, ধারাবাহিকের শুটিং চলছিল জোরকদমে। রিয়্যালিটি শোয়ের শুটিংও তাই। কিন্তু ১৫ মার্চ একটি নির্দেশিকা জারি করেছিল ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন। সেখানে বলা হয়েছিল যে আগামী ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় শুটিং বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত মুম্বইতে লাগু হলেও কলকাতায় শুটিং বন্ধ হবে কি না তা নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্ত পাওয়া যাচ্ছিল না।
অবশেষে নিরাপত্তার কথা ভেবেই সিদ্ধান্ত নিল কলকাতা বিনোদন জগত। কিন্ত ধারাবাহিকের ক্ষেত্রে কোনও ব্যাঙ্কিং থাকছে না পুরনো এপিসোডই দশর্কদের দেখতে হবে সে বিষয়ে এখনই কিছু জান যায়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন