Advertisment
Presenting Partner
Desktop GIF

এনসিবি হেফাজতে করণ জোহরের প্রোডাকশনের প্রাক্তন কর্মী

বলিউডের 'ড্রাগ যোগ'-এর তদন্তে এবার পরোক্ষভাবে নাম জড়াল পরিচালক করণ জোহরের প্রোডাকশন হাউস 'ধর্ম প্রোডাকশন'-এর নাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত মৃত্যু তদন্তে বলিউডের 'ড্রাগ যোগ'-এর তদন্তে এবার পরোক্ষভাবে নাম জড়াল পরিচালক করণ জোহরের প্রোডাকশন হাউস 'ধর্ম প্রোডাকশন'-এর নাম। রবিবার মুম্বাইয়ের একটি আদালত বলিউডে ড্রাগ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধর্ম প্রোডাকশনের প্রাক্তন এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকার কথা জানায়।

Advertisment

এখনও পর্যন্ত ক্ষিতিজ প্রসাদকে নিয়ে মোট ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এক উচ্চপদস্ত এনসিবি আধিকারিক এর আগে দাবি করেছিলেন যে করণ জোহারের এই প্রোডাকশন হাউসের কর্মী মুম্বাইয়ের ড্রাগ পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন, দীপিকাদের গাড়ি ফলো করলেই এবার মিডিয়ার মহাবিপদ, কড়া বার্তা মুম্বই পুলিশের

আধিকারিক বলেন, “এই পাচারকারীদের কয়েকজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং তবে অন্যরা এখনও ধরা পড়েনি। ক্ষিতিজ প্রসাদ আমাদের জানিয়েছেন যে তিনি নিজের ড্রাগ আসক্ত ছিলেন এবং ড্রাগ নেওয়ার জন্য ওষুধ সংগ্রহ করতেন। তিনি সেসব ওষুধ অন্যদের সরবরাহ করতেন কিনা তা আমরা খতিয়ে দেখছি।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

karan johar Sushant Singh Rajput
Advertisment