April Movie Release: গোটা এপ্রিল জুড়ে ফুল বিনোদন, সিনেমাহল ছেড়ে বেরতে পারবেন না...

বাংলা ছবির সঙ্গে সঙ্গে বলিউডের নানা ছবির তালিকা মিলিয়ে বিরাট সুযোগ আছে সিনেপ্রেমীদের কাছে নিজের মনোরঞ্জন করার। ২০২৫ সালের এপ্রিলে বলিউড রিলিজ কোনগুলি?

বাংলা ছবির সঙ্গে সঙ্গে বলিউডের নানা ছবির তালিকা মিলিয়ে বিরাট সুযোগ আছে সিনেপ্রেমীদের কাছে নিজের মনোরঞ্জন করার। ২০২৫ সালের এপ্রিলে বলিউড রিলিজ কোনগুলি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bollywood April 2025 movies, April 2025 movie releases, Bollywood movies in theatres, Kesari Chapter 2, The Bhootnii, Jaat movie release 2025, Bollywood new releases April, Upcoming Bollywood films 2025, April 2025 cinema releases, Watch Bollywood movies April, Bollywood box office April, Hindi movies releasing April, Bollywood theatre releases 2025, New Bollywood films this month, April 2025 Bollywood films, Hindi cinema new releases, Bollywood latest movies April, Theatres now showing Bollywood

Bollywood: কী কী ছবি রিলিজ করতে চলেছে বলিউডে? Photograph: (ফাইল চিত্র )

Bollywood Movie Release: সিনেমা দেখতে ভালবাসেন? তবে এই মাসে বলিউডের বেশ কিছু ছবি রিলিজ করতে চলেছে। এমনকি বহু তারকা বেশ কিছু অপেক্ষার পর আসছেন তাঁদের ছবি নিয়ে। বাংলা ছবির সঙ্গে সঙ্গে বলিউডের নানা ছবির তালিকা মিলিয়ে বিরাট সুযোগ আছে সিনেপ্রেমীদের কাছে নিজের মনোরঞ্জন করার। 

Advertisment

২০২৫ সালের এপ্রিলে বলিউড মুভি রিলিজ: এপ্রিলে কয়েকটি ছবি বড় রিলিজ হতে চলেছে। সানি দেওল অভিনীত 'জাট' থেকে অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন অভিনীত 'কেসারি: চ্যাপ্টার ২' দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে প্রস্তুত। একঝলকে দেখে নিন কোন কোন ছবিগুলি আলোচনায় রয়েছে? 
 
জাট ( Jaat ) - সানি দেওল অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'জাট'-এ ফের অ্যাকশন অবতারে দেখা যাবে তাঁকে। গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন রণদীপ হুডা, সায়ামি খের, বিনীত কুমার সিং, রাম্যা কৃষ্ণান এবং স্বরূপা ঘোষ। ছবি রিলিজ করছে এপ্রিলের ১০ তারিখ। 

আকাল ( Akaal )- হিন্দি-পাঞ্জাবি ছবি 'আকাল'-এর প্রযোজনা করছেন করণ জোহর। পিরিয়ড ড্রামাটি খালসা যোদ্ধাদের উপর ভিত্তি করে তৈরি বলে জানা গেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন গিপ্পি গ্রেওয়াল এবং ছবিটি তিনি লিখেছেন ও পরিচালনা করেছেন। ছবিতে আরও অভিনয় করেছেন নিমরত খাইরা, শিন্দা গ্রেওয়াল এবং গুরপীত ঘুগ্গি। ছবি রিলিজ করছে এপ্রিলের ১০ তারিখ। 

Advertisment

আরও পড়ুন -  SSC Recruitment Verdict Case: 'প্রভাবশালী চক্রান্ত নিজেরাই গড়ছে..', SSC রায়ের পর মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে নিয়ে বিস্ফোরক ঋদ্ধি..

ফুলে ( Phule )- প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত ছবিটি যথাক্রমে সমাজকর্মী জ্যোতিরাও ও সাবিত্রী বাঈ ফুলের উপর ভিত্তি করে নির্মিত। অনন্ত মহাদেবন পরিচালিত এই ছবিটি মহিলাদের শিক্ষার অধিকারের জন্য ফুলের লড়াই অবলম্বনে নির্মিত। ছবি রিলিজ করছে এপ্রিলের ১১ তারিখ। 

কেশরি ২ (  Kheshari 2  )- অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন অভিনীত নিঃসন্দেহে সবচেয়ে প্রতীক্ষিত আসন্ন ছবিগুলির মধ্যে একটি। ঐতিহাসিক কোর্টরুম ড্রামাটি আইনজীবী সি শঙ্করন নায়ারের জীবন অবলম্বনে নির্মিত এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অকথিত গল্পটি প্রদর্শন করে। ছবি রিলিজ করছে এপ্রিলের ১৮ তারিখ। 

দ্যা ভুত্নি ( The Bhootni )- সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিং ও পলক তিওয়ারি অভিনীত এই সিনেমাটি একটি হরর-কমেডি। ছবি রিলিজ করছে এপ্রিলের ১৮ তারিখ। 

গ্রাউন্ড জিরো ( Ground Zero )- কাশ্মীরের পটভূমিতে নির্মিত ইমরান হাশমি অভিনীত সিনেমাটি বাস্তব জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিতে বিএসএফ কমান্ড্যান্টের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ছবি রিলিজ করছে এপ্রিলের ২৫ তারিখ। 

 

bollywood bollywood movie Bollywood News