বলিউড বর্তমানে বায়োপিকে মজেছে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আবার কখনও বা ক্রীড়াব্যক্তিত্বদের জীবন সংগ্রামের কাহিনি উঠে আসছে বড়পর্দায়। তবে এইপ্রথমবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি কোনও কমেডিয়ানের বায়োপিকের ঘোষণা করল। এবার কপিল শর্মার (Kapil Sharma) জীবন কাহিনি উঠে আসবে বড়পর্দায়।
শুক্রবার কপিলের বায়োপিকের ঘোষণা করলেন মৃগদীপ সিং লাম্বা। যিনি কিনা এর আগে কমেডি ছবি 'ফুকরে'র পরিচালনা করেছেন। কমেডিয়ান-অভিনেতাকে পাশে নিয়েই তাঁর বায়োপিকের ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে, কপিলের ভূমিকায় কে অভিনয় করবেন? কারণ এমন বর্ণময় চরিত্রে তো আর যে কাউকে কাস্ট করা সম্ভব নয়। সেই প্রেক্ষিতেই কানাঘুষো শোনা গেল কপিল নিজেই নাকি সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন।
ছবির নামও প্রকাশ্যে এসেছে। কপিলের বায়োপিকের নাম হতে চলেছে- 'ফাংকার' (Funkaar), যার অর্থ শিল্পী। প্রসঙ্গত, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে কপিল বেজায় জনপ্রিয়। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ময়দানেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়। কৌতূক শিল্পী হওয়ার পাশাপাশি কপিল শর্মা একাধিক ছবিতেও অভিনয় করেছেন। 'কিস কিস কো প্যায়ার করু', 'ফিরাঙ্গি'র মতো সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
<আরও পড়ুন: পুত্রসন্তান দত্তক নিয়েছেন? জল্পনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন সুস্মিতা সেন>
কপিলের বায়োপিক 'ফাংকার'-এর প্রযোজনা করছেন মহাবীর জৈন এবং লাইকা নামে চেন্নাইয়ের এক প্রযোজনা সংস্থা। যারা এর আগে সুপারস্টার রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার দুই সিনেমা '২.০' এবং 'দরবার'-এর প্রযোজনা করেছেন।
পরিচালক লাম্বা জানান, "ভারতের সবথেকে জনপ্রিয় শিল্পী কপিল শর্মার জীবন কাহিনি দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।" তবে কপিলের শৈশবের কথাও তুলে ধরা হবে কিনা, তা অবশ্য জানানো হয়নি নির্মাতাদের তরফে। অন্যদিকে প্রযোজক জৈন বলছেন, "লক্ষ লক্ষ লোক রোজ ডোপামিন ডোস পান কপিলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনেই ভালবাসা, হাস্যরসের প্রয়োজন হয়, কপিলের গল্প বড়পর্দায় আনার সুযোগ পেয়ে আমরা সত্যিই গর্বিত।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন