/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/mir.jpg)
শিব সাজায় মীরকে কটাক্ষ
Mir Afsar Ali: মানবতাই শ্রেষ্ঠ ধর্ম- একথা মনেপ্রাণে বিশ্বাস করেন মীর আফসার আলি। তাঁর মন্তব্যে, পোস্টে একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ফুটে উঠেছে। দুর্গাপুজো-দিওয়ালি হোক কিংবা ইদ-ক্রিস্টমাস, শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, অনুরাগীদের। শুক্রবার গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2021) দিনও তার অন্যথা হল না। সক্কাল সক্কাল শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন নেটদুনিয়ায়। আর তাতেই ঘটল বিপত্তি! ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হল তারকাকে।
গণেশের ছবি পোস্ট করে মীর লিখেছিলেন, "শুভ হোক। সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া…" ব্যস অমনি রেগে উঠলেন নেটদুনিয়ায় নীতিপুলিশরা। মীরকে ধর্মের পাঠ পড়ানো শুরু হল। অনুরাগীদের একাংশ অভিনেতা-সঞ্চালককে পাল্টা শুভেচ্ছা জানালেও, কেউও কেউ আবার হিন্দু উৎসব নিয়ে মাতামাতি করাতে তেলে-বেগুনে জ্বলে উঠেছেন। এমনকী প্রশ্নও ছুঁড়ে দিতে বাদ রাখেননি যে, "তুমি কেমন মুসলমান মীরভাই?" ট্রোল নিয়ে অভিনেতা বরাবরই নিশ্চুপ। এবারও তার অন্যথা হল না।
<আরও পড়ুন: ‘দাদাগিরি’ এবার বড় পর্দায়, আসছে তাঁর বায়োপিক, নিজেই জানালেন সৌরভ>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/mi.jpg)
তবে মীরের তরফে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পেয়ে খুশি অনুরাগীমহলের অনেকেই। এই অবশ্য প্রথম নয়। গতবছর দুর্গাপুজোর সময়ও একটি পোস্ট করে দেদার ট্রোল হতে হয়েছিল মীরকে। তবে ধর্মের ধজ্জ্বাধারীদের এহেন রক্তচক্ষু কোনওদিনই কাবু করতে পারেনি তাঁকে। তাই বারবার ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হলেও বিভিন্ন উৎসবে বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা জানাতে ভোলেন না মীর আফসার আলি। কারণ কথাতেই আছে, "ধর্ম যার যার উৎসব সবার..।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন