/indian-express-bangla/media/media_files/2025/05/11/1svYGFPGPLHzP7pvXjTY.jpg)
মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই...
Denise Alexander passed Away: বিনোদন জগতে একের পর এক খারাপ খবর। ১০ মে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী রূপটান শিল্পী বিক্রম। সেই রেশ কাটতে না কাটতে না কাটতেই ফের আরও এক মৃত্যুসংবাদ। একটা সময় জনপ্রিয় টেলিভিশন শো General Hospital ও Days of our Lives-এর জন্য দর্শকমহলে জনপ্রিয় ছিলেন Denise Alexander। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। প্রসঙ্গত, দু'মাস পর তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এল। শুক্রবার Soap Opera Digest ম্যাগাজিনের প্রকাশিত খবরে জানা যায় গত ৫ মার্চ সে, নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় টেলি তারকা।
Denise Alexander-এর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই General Hospital-এর এক্সিকিউটিভ প্রযোজক Frank Valentini এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। প্রয়াত অভিনেত্রী Denise Alexander টেলিভিশনের প্রথম মহিলা চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই বিষয়টি উল্লেখ করে শোকবর্তায় লিখেছেন, 'ওঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় মহিলা চিকিৎসক ডঃ Lesley Webber-এর চরিত্রে অভিনয় করেছিলেন। অন ও অফ স্ক্রিনে সব নিয়ম ভেঙে আপন ছন্দে জীবন কাটাতেন।'
I am so very sorry to hear of Denise Alexander’s passing. She broke barriers on-screen and off, portraying Dr. Lesley Webber - one of the first female doctors on Daytime Television - for nearly five decades. (1/2)
— Frank Valentini (@valentinifrank) May 9, 2025
শোকবার্তায় আরও লেখেন, 'ওঁর মতো একজন প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি ধন্য। General Hospital ধারাবাহিকের সম্পূর্ণ টিমের তরফে ওঁর প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে Denise Alexander পরিবার, বন্ধু, ভক্তদের প্রতিও রইল সহানুভূতি। ওঁর আত্মার শান্তি কামনা করি।' General Hospital ও the Days of our Lives-এ দুর্দান্ত অভিনয়ের আদে ১৯৫০ সালে ব্রডওয়ের দ্য চিলড্রেন'স আওয়ারে অভিনয় শুরু করেছিলেন।
আরও পড়ুন
It meant so much to have her reprise her role in recent years and I am honored to have had the opportunity to work with her. On behalf of the entire General Hospital family, I extend my heartfelt sympathies to her family, friends, and longtime fans. May she rest in peace.
— Frank Valentini (@valentinifrank) May 9, 2025
The Twilight Zone ও The Danny Kaye Show-তে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয়ের পর কেরিয়ারের গ্রাফ দ্রুত গতিতে ঊর্ধমুখী হতে শুরু করে। সিরিয়ালে অভিনয় কেরিয়ার শুরু হয় ১৯৬০ সালে। সিবিএসের দ্য ক্লিয়ার হরাইজনে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। ছ'বছর পর ডেজ অফ আওয়ার লাইভস-এ সুসান মার্টিন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। দীর্ঘ সাত বছর এই চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২১-এর একটি মেগায়। উল্লেখ্য, জেনারেল হাসপাতাল ডেইলি সোপে কাজ করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে এমির তরফে মনোনয়নও পেয়েছিলেন।