Advertisment
Presenting Partner
Desktop GIF

'গিরীশকে আমি মোহিত চট্টোপাধ্যায়, বাদল সরকার-এর মাপেরই মনে করি'

Girish Karnad Death: ভারতীয় সাংস্কৃতিক জগতে গিরিশ কারনাড একটি ইনস্টিটিউশন। থিয়েটারের এই কিংবদন্তি ব্য়ক্তিত্বের প্রয়াণে শোকস্তব্ধ জাতীয় ও বাংলা বিনোদন জগৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
Girish Karnad Dead film-tv-theatre personalities pay tribute

অনুপম খের, অরুণ মুখোপাধ্য়ায় ও কমল হাসানের ছবি ফেসবুক পেজ থেকে

Girish Karnad Death: ১০ জুন সকালে জীবনাবসান হল ভারতীয় সাংস্কৃতিক জগতের কিংবদন্তি ব্যক্তিত্ব গিরীশ কারনাড-এর। পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি ও একাধিক জাতীয় পুরস্কারে সম্মানিত গিরীশ কারনাডের মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। তাঁর মৃত্যুর খবরটি পেয়ে শোকবার্তা জানিয়েছেন রাহুল গান্ধী, কমল হাসান, আর মাধবন, অনিল কাপুর, ফারহান আখতার, সুধীর মিশ্র। বাংলা বিনোদন জগতের সঙ্গেও তাঁর নিবিড় যোগাযোগ ছিল। নাট্যকার-পরিচালক গিরীশ কারনাড তাঁর নাট্য প্রযোজনা নিয়ে একাধিকবার এসেছেন কলকাতায়, নান্দীকার নাট্য়োৎসব-এ বহু বার মঞ্চস্থ হয়েছে তাঁর নাটক।

Advertisment

অভিনেতা-পরিচালক কমল হাসান তাঁর শোকবার্তায় লেখেন, ''শ্রী গিরীশ কারনাড-এর লেখাগুলি আমাকে মুগ্ধ করে, অনুপ্রেরণা দেয়। তিনি চলে গেলেন, পিছনে ফেলে গেলেন অসংখ্য গুণমুগ্ধ লেখককে। তাঁদের কাজই সম্ভবত এই অপূরণীয় ক্ষতিকে খানিক সহ্য করে নিতে সাহায্য় করবে।''

আরও পড়ুন: প্রয়াত অভিনেতা গিরিশ কারনাড

অনিল কাপুর লেখেন, ''আমার সঙ্গে গিরীশ কারনাডের দেখা হয় যখন তিনি ফিল্ম ইন্সটিটিউটের প্রিন্সিপাল। ওই সময় ওঁর সঙ্গে 'পুকার' ছবিতে কাজ করেছি। প্রসিদ্ধ নাট্যকার তো বটেই, পাশাপাশি একজন বড় মাপের মানুষ ছিলেন। তাঁর গল্পগুলি চিরদিন আমাদের হৃদয়ে, আমাদের মগজে থেকে যাবে। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইল।''

বাংলা থিয়েটারের অন্য়তম স্তম্ভ, অরুণ মুখোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, ''গিরীশ অত্যন্ত দক্ষ নাট্যকার সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তাঁর বহু উল্লেখযোগ্য নাটক রয়েছে। তার মধ্য়ে একটি পড়ে অত্যন্ত চমৎকৃত হয়েছিলাম, যেটি পরে শঙ্খ ঘোষ অনুবাদ করেছেন-- 'হয়বদন'। তাছাড়া গিরীশ খুব ভাল সংগঠক ছিলেন। দীর্ঘদিন সঙ্গীত নাটক আকাডেমি-র চেয়ারম্যান ছিলেন। দক্ষ অভিনেতা তো ছিলেন, সেটা বলাই বাহুল্য। ওঁর প্রত্যেকটি কাজের মধ্যেই পেশাদারী পারদর্শিতা ছিল। নাট্যকার হিসেবে গিরীশকে আমি মোহিত চট্টোপাধ্যায়, বাদল সরকার-এর মাপেরই মনে করি।''

আরও পড়ুন: হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে মায়ের লড়াই! নেটফ্লিক্সে আসছে ‘লায়লা’

অনুপম খের তাঁর শোকবার্তায় লেখেন, ''শ্রী গিরীশ কারনাড-এর মৃত্যুতে গভীর শোকাহত। তিনি একজন বিরাট মাপের শিল্পী ছিলেন, একজন অসাধারণ নাট্য়কার ছিলেন। ওঁর পরিচালনাতেই আমার চলচ্চিত্র জগতে প্রথম খুবই ছোট একটি চরিত্রে কাজ করার সুযোগ আসে, উৎসব ছবিতে। পরে তাঁর দু'টি নাটক, 'তুঘলক' ও 'হয়বদন' নাটকে অভিনয় করেছি... ওম শান্তি।''

প্রয়াত সাহিত্য়িক-নাট্যকার-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল চ্য়ানেল এইট সংস্থার। আজ সকালে চ্যানেল এইট-এর পক্ষ থেকে একটি শোকবার্তা দেওয়া হয় সোশাল মিডিয়ায়। 'শায়দ' নামক ধারাবাহিকে প্রয়াত অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ হওয়ায় গর্বিত চ্য়ানেল এইট, এমনটাই লেখা ছিল ওই বার্তায়। ওই বার্তাটি শেয়ার করে প্রযোজক অশোক সুরানা লেখেন, ''বড় সজ্জন মানুষ ছিলেন। তাঁর সম্পর্কে অনেক সুখস্মৃতি রয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।''

Theatre
Advertisment