'শেষ থেকে শুরু'র শুটিংয়ে কী কী হয়েছিল?

কলকাতা, বাংলাদেশ ও লন্ডনে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে পূজারিণীর ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। জিতের চরিত্রের নাম মাহিদ। রাজ চক্রবর্তী এই থ্রিলার ছবি পরিচালনা করেছেন জিতের প্রযোজনা সংস্থার আওতায়।

কলকাতা, বাংলাদেশ ও লন্ডনে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে পূজারিণীর ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। জিতের চরিত্রের নাম মাহিদ। রাজ চক্রবর্তী এই থ্রিলার ছবি পরিচালনা করেছেন জিতের প্রযোজনা সংস্থার আওতায়।

author-image
IE Bangla Web Desk
New Update
sesh theke suru

''শেষ থেকে শুরু''র নেপথ্য কাহিনি। ফোটো- সোশাল মিডিয়া

জিৎ-কোয়েল জুটিকে বড়পর্দায় ফিরে পাওয়ার কথায় উৎসুক ভক্তরা। ঈদেই মুক্তি পাচ্ছে সুপারস্টারের পঞ্চাশতম ছবি শেষ থেকে শুরু। ত্রিকোণ প্রেমের সঙ্গে রহস্য ও অ্যাকশন মিশিয়ে দর্শককে উপহার দিচ্ছেন রাজ চক্রবর্তী। ছবিতে জিৎ ও কোয়েল ছাড়াও ছবিতে রয়েছে ঋতাভরী চক্রবর্তী।

Advertisment

এদিন প্রকাশ্যে এল ছবির নেপথ্য কাহিনি। কলকাতা, বাংলাদেশ ও লন্ডনে শুটিং হয়েছে এই ছবির। ছবিতে পূজারিণীর ভূমিকায় দেখা যাবে কোয়েল মল্লিককে। জিতের চরিত্রের নাম মাহিদ। রাজ চক্রবর্তী এই থ্রিলার ছবি পরিচালনা করেছেন জিতের প্রযোজনা সংস্থার আওতায়। টলিউডে হাফ সেঞ্চুরি করার পথে জিৎ, তাই ছবি তৈরিতেও মিলেছে খুশির ঝলক।

Advertisment

আরও পড়ুন, ঈদের মরসুমে কোন কোন ছবি আসছে সিনেমাহলে, জেনে নিন

লন্ডনে শুটিংয়ের সময়ে রাজের জন্মদিন পালন করেছিলেন শেষ থেকে শুরুর ইউনিট। ঋতাভরী তো ছাপিয়ে গিয়েছিলেন অন্যদেরকেও। সেটে কোয়েল আর জিতের খুনসুটিও কারও অজানা নয়, তবে এই ছবিতে জিতের সঙ্গে মজা করেছেন আদিত্যও।

এ বছর ঈদে বক্স অফিস টক্করে থাকবে এই দুই মহারথীর ছবি। দেব-রুক্মিণীর কিডন্যাপও মুক্তি পাচ্ছে ঈদে। কমার্শিয়াল ছবিতে জিৎ নিজেকে প্রমাণ করেছেন। প্রযোজনাতেও ছাপ ফেলেছে টলিউডে। দেবও কম যান না। এখন দেখার ঈদের মরসুমে কে কাকে ছাপিয়ে যায়, নাকি দু'জনকেই মাত দেবে বলিউডের ভাইজান।

tollywood jeet koel mallick Bengali Hero Bengali Heroine