Advertisment

এই মাসেই আসছে 'প্রতীক্ষিত' ওয়েব সিরিজ লালবাজার

Lalbaazar Web Series: কলকাতা শহর, ক্রাইম ও তার সমাধানে ছুটে চলা হোমিসাইড ডিপার্টমেন্ট। অপরাধের কল্পিত গল্প নিয়ে আসছে জিফাইভ ওয়েবসিরিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Gourab Chakraborty Souraseni Mitra starrer Zee5 web series Lalbazaar streaming this june

বাঁদিক থেকে গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র। ছবি সৌজন্য: সুরিন্দর ফিল্মস

এই সিরিজটি নিয়ে গত বছর থেকেই অত্যন্ত চর্চা ছিল সোশাল মিডিয়ায়। শুটিং শুরু হয়েছিল গত বছর শারদোৎসবের আগে। কথা ছিল এবছরের গোড়ায় স্ট্রিমিং হবে জিফাইভ-এর বাংলা কনটেন্ট হিসেবে। কিন্তু এখন জাতীয় স্তরের সিরিজ হিসেবেই স্ট্রিমিং হবে 'লালবাজার'-এর। মুখ্য চরিত্রে রয়েছেন কৌশিক সেন, গৌরব চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, হৃষিতা ভাট, সুব্রত দত্ত ও আরও অনেকেই।

Advertisment

কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ঘটে চলা একের পর এক অপরাধ ও অপরাধদমনে হোমিসাইড ডিপার্টমেন্টের পাঁচ পুলিশ অফিসারের যাত্রা-- একবাক্যে এটাই সিরিজের গল্প। এই পাঁচ অফিসারের ব্যক্তিগত জীবন, অতীত ও তাদের সম্পর্কও প্রাসঙ্গিকভাবে উঠে আসবে অপরাধের গল্পগুলির পাশাপাশি।

আরও পড়ুন: জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে টেলিপর্দায় বিশেষ পর্ব

ত্রিভুজের তৃতীয় কোণে রয়েছে সংবাদমাধ্যম। ক্রাইম রিপোর্টিং থেকেই পুলিশ ও অপরাধীদের এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়ে এক সাংবাদিক, যে চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী হৃষিতা ভাট। তদন্ত ও রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চরিত্রটি। দেখে নিতে পারেন ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে--

যৌনকর্মীর আত্মহত্যা থেকে মাফিয়া ডন, শহরের রাস্তায় পড়ে থাকা গাড়িতে ধনী যুবকের মৃতদেহ থেকে শিশুকন্যা পাচার-- নানা ধরনের অপরাধ ও তদন্তের গল্প নিয়ে আসছে এই ক্রাইম সিরিজ যা কি না দ্বিভাষিক।

জিফাইভ-এ এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে আগামী ১৯ জুন থেকে। বাংলা ছোটপর্দা, বড়পর্দা এবং ওয়েব মাধ্যমের বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই সিরিজে। রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অরিন্দোল ভট্টাচার্য, দিব্যেন্দু ভট্টাচার্য, দেবপর্ণা চক্রবর্তী, সায়ন্তনী গুহঠাকুরতা, স্বাগতা মুখোপাধ্যায়, রব রায় ও আরও অনেকে। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্যকার ও সৃজনশীল পরিচালক রংগন চক্রবর্তী।

Advertisment