Advertisment

Gourab as Mahanayak: মহানায়কের কন্ঠ যার তিনিই গুরুত্ব পেলেন না? পদাতিকের 'উত্তম' গৌরবের পোস্টে সৃজিতকে প্রশ্ন অভিনেতার

Padatik and Mahanayak: গৌরব রায় চৌধুরী উত্তমের ভূমিকায়। তাঁকে সাজিয়ে তুললেন জাতীয় পুরস্কার প্রাপ্ত আর্টিস্ট। কিন্তু কন্ঠ যে দিলেন, তাঁর উল্লেখ নেই কেন? সৃজিতকে প্রশ্ন অভিনেতার।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
padatik

Padatik-Gourab: মহানায়কের ভূমিকায় গৌরব, সৃজিতকে কী প্রশ্ন করলেন অভিনেতা?

 
পর্দায় উত্তমকুমার হিসেবে অভিনয় করার স্বপ্ন কার না থাকে? আর এবার গৌরব রায় চৌধুরী যেন চোখকে ফাঁকি দিয়েই মহানায়ক হয়ে উঠলেন। গতকাল তিনি যে ছবি আপলোড করেছেন, সেটি আশ্চর্যরকম।

Advertisment

মহানায়কের চেহারার সঙ্গে অমিল খুঁজে পাওয়া সম্ভব না। গৌরব টেলিভিশনের জনপ্রিয় মুখ। বর্তমানে অভিনয় করছেন পূবের ময়না সিরিয়ালে। কিন্তু সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' ছবিতেও তাঁকে উত্তম কুমার হিসেবে দেখা গিয়েছে। সেই ছবি শেয়ার করেছেন তিনি নিজেই। আর তাঁর এই রূপদান করেছেন যিনি, তিনি আর কেউ না বরং জাতীয় পুরস্কার প্রাপ্ত স্টাইলিস্ট সোমনাথ কুন্ডু।

সোমনাথ কুণ্ডুর সৃজনেই মহানায়ক হয়ে ওঠেন গৌরব। গতকাল ছবি পোস্ট করেই তিনি লেখেন, "জানি অনেকদিন বাদে পোস্ট করছি। আমার কাছে এই গেস্ট অ্যাপিয়ারেন্স অভিনয়টা সারাজীবন দামী হয়ে থাকবে। আর চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায় এবং সোমনাথ দা, যিনি আমার এই রূপের জন্য এতটা খাটলেন।" 

আরও পড়ুন  -  Swastika Mukherjee - Srijit Mukherjee: স্বস্তিকার সঙ্গে দ্বিচারিতা সহ্য হচ্ছে না সৃজিতের, উৎসবে ছবি রিলিজ নিয়েই ঝাঁঝালো পরিচালক...

সত্যিই বোঝা দায়, যে আসলে গৌরব না মহানায়ক নিজেই দাঁড়িয়ে আছেন। আর এই পোস্ট আজ শেয়ার করেছেন সৃজিত নিজেও। কিন্তু, তাতেও একজন নিজের কৃতিত্বর দাবি করলেন। আর করবেন নাই বা কেন? মহানায়কের গলার সঙ্গে তাঁর যে অদ্ভুত মিল। আর এই ছবিতেও গৌরবের মহানায়ক হয়ে ওঠার পেছনে তাঁর কৃতিত্ব রয়েছে। সেও টলিপাড়ার এক বিখ্যাত অভিনেতা।

তিনি সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। টেলিভিশন তথা সিনেমার চেনা মুখ। অভিনেতা, মহানায়কের গলা যে দারুণ নকল করতে পারেন, সে কারণে অতি উত্তমেও কাজ করেছিলেন তিনি। সৃজিত এই পোস্ট শেয়ার করতেই সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন,  "এখানে বোধহয় আমার নামটা আশা করতেই পারি, কারণ ভয়েস এক্টিংটা আমার।" আর সুরজিৎ বাবুর মন্তব্য দেখে সৃজিত সাফ জানিয়ে দিলেন তাঁর গুরুত্বটা।

Posted by Srijit Mukherji on Saturday, September 14, 2024

পরিচালক বললেন, "অতি উত্তমের পর ওটা আর আলাদা করে কেউ বলে না। ধরেই নেয় এটা আপনার গলা। যদিও এই পোস্টটা সোমনাথ কুণ্ডুর ম্যাজিকের জন্য দেওয়া।" এরপরই থামেন সেই অভিনেতা। অতি উত্তমের সময়ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এর প্রতিভার কথা উঠেছিল বারবার। সেটিও সৃজিত মুখোপাধ্যায়ের ছবি।

উল্লেখ্য, সামনে সৃজিত টেক্কা নিয়ে আসতে চলেছেন। এই পুজোর বিরাট আকর্ষণ সেটাই। এমনকি, দেখা যাচ্ছে এই ছবিতে অনেকদিন বাদে একসঙ্গে কাজ করছেন দেব, সৃজিত এবং স্বস্তিকা।

tollywood Srijit Mukherji Uttam Kumar Tollywood Television star Gourab Roy Chowdhury tollywood news Oti Uttam
Advertisment