Advertisment

শতবর্ষে ইস্টবেঙ্গল, তথ্যচিত্র তৈরি করছেন গৌতম ঘোষ

ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের খুশির জোয়ারে যোগ হলো আরও সুখবর। ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবের উপর তথ্যচিত্র তৈরি করছেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
goutam ghosh

ইস্টবেঙ্গলের শতবর্ষে তথ্যচিত্র তৈরি করবেন গৌতম ঘোষ। ফোটো- অরুণিমা কর্মকার। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

'স্পর্ধার শতবর্ষ'। শতবর্ষে পা রাখছে ইস্টবেঙ্গল। ময়দানের বটবৃক্ষ আজ সেঞ্চুরি হাঁকানোর পথে। স্মৃতির স্রোতে ভাসছেন সমর্থক থেকে শুরু করে ক্লাবের সদস্যরা। ইস্টবেঙ্গলের খুশির জোয়ারে এবার যোগ হলো আরও সুখবর। জানা গিয়েছে, শতবর্ষে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের উপর তথ্যচিত্র তৈরি করছেন প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ।

Advertisment

পরিচালকের কথায়, "বিভিন্ন ক্লাব এবং ফুটবল নিয়ে এরকম উন্মাদনা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। তথ্যচিত্রে থাকবে ইস্ট-ওয়েস্ট বেঙ্গলের কথা, দেশভাগের সময়ে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইস্টবেঙ্গলের অবদান। অবশ্যই একশ বছরের ইতিহাসের টুকরো কথা রাখব সেখান। জনপ্রিয় এবং বর্ষীয়ান ফুটবলারদের অভিজ্ঞতা, অনুভূতি দেখানোর চেষ্টা থাকবে আমার। সমর্থকদের কথা তো সবার আগেই ভাবনাতে রয়েছে।"

আরও পড়ুন, পোস্টার বিতর্কে ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’

বিগত একশ বছরের নানাবিধ গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনাও থাকবে তথ্যচিত্রে। ২০০৩ সালের ঐতিহাসিক রাশিয়ান কাপ জয় হোক কিংবা পি ভেঙ্কটেশ, অপ্পা রাও, আহমেদ খান, পিবি সালেহ এবং ধনরাজের কৃতিত্বের কাহিনি, সবই উঠে আসবে।

Eastbenagal kicks off 100 years celebration রবিবার সকালে তিলোত্তমার রং লাল-হলুদ, মশাল জ্বালিয়ে শতবর্ষের পথ চলা শুরু ইস্টবেঙ্গলের। ছবি: অরুণিমা কর্মকার

আরও পড়ুন, “ওরা যেতে চাইলে যাক, তখন দেখা যাবে!” কোয়েস প্রসঙ্গে বিস্ফোরক কর্তা

তবে এখনও শুটিং শুরু হয়নি, আপাতত রিসার্চের কাজ চলছে। পাশাপাশি বর্তমান ফুটবলার ও সদস্যদের সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। এই তথ্যচিত্রের একটি বিরাট অংশ জুড়ে অবশ্যই থাকবে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছর উদযাপন অনুষ্ঠানে এই তথ্যচিত্র নিশ্চিতভাবেই আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১ অগাস্ট, বৃহস্পতিবার, ক্লাবের প্রতিষ্ঠাতা দিবসে বিশ্বের ২০০টি দেশে ক্লাবের পতাকা উত্তোলন করবেন ইস্টবেঙ্গল ফ্য়ানেরা। এরপর বিকেল পাঁচটায় কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়াম দেখবে নক্ষত্র সমাবেশ। শতবর্ষে ইস্টবেঙ্গলের চিফ প্য়াট্রন হয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর সঙ্গেই শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। ইস্টবেঙ্গল একই সঙ্গে সম্মান জানাবে দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে থাকবেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্য়ায়। তবে এদিনের সবচেয়ে আলোচিত উপস্থিতি নিঃসন্দেহে দেশের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ১৯৮৩ বিশ্বকাপের নায়ককে এবার 'ভারত গৌরব' সম্মানে ভূষিত করছে ইস্টবেঙ্গল।

East Bengal Goutam Ghose Eastbengal
Advertisment