Govinda-Sunita Divorce: মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন, গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ইতি?

Govinda-Sunita: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য। মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড সুপারস্টার গোবিন্দার। সুনীতার সঙ্গে ডিভোর্স গুঞ্জনে শোরগোল।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govinda sunita

গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ইতি?

Govinda-Sunita Divorce Rumour: একদিকে যখন বলিউডে বিয়ের ধুম তো তখন অন্যদিকে দীর্ঘ দীম্পত্য ভাঙার গুঞ্জন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, গোবিন্দা ও সুনীতা আহুজা তাঁদের ৩৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন। বিবাহবিচ্ছেদ মামলা এখন চূড়ান্ত স্তরে রয়েছে বলেই খবর। চিচির জীবনে নতুন নারীর আগমনেই নাকি ভাঙছে বৈবাহিক সম্পর্ক! বছর ৩০-এর মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা গোবিন্দার। সোশ্যাল মিডিয়া গোবিন্দা-সুনীতার ডিভোর্স গুঞ্জনে একেবারে উত্তাল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি তারকা দম্পতি। তবে এই খবরে বেশ চিন্তিত গোবিন্দার ভক্তরা। 

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা ঘরণী সুনীতা বলেছেন, তিনি প্রায় দীর্ঘ ১২ বছর একাকী জন্মদিন পালন করেন। একাই কেক কেটে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করেন। এরপরই বিবাহবিচ্ছেদের গুঞ্জন! সত্যিই ভেঙে যাচ্ছে গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের সাজানো সংসার?  সাম্প্রতিক অতীতেও অভিনেতার পরকীয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সেই খবরের সত্যতাকে ভুয়ো বলে উড়িয়ে দিয়ে একসঙ্গে দিব্য সংসার করছেন দুজনে। নতুন করে গোবিন্দাকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অভিনেতার অনুরাগীরা। 

স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার গোবিন্দার। কিন্তু, একটা সময় গোবিন্দার মন-প্রাণ জুড়ে ছিলেন অভিনেত্রী নীলম কোঠারি। ১৯৯০ সালে এক সাক্ষাৎকারে গোবিন্দা কোনও রাখঢাক না রেখেই বলেছিলেন, সুনীতাকে ছেড়ে তিনি নীলমকে বিয়ে করতে চান। বাগদান পর্যন্ত নস্যাৎ করে দিয়েছিলেন। সেই ঘটনার পর সুনীতা পাঁচদিন গোবিন্দাকে কোনও ফোন করেননি। এরপর সুনীতার নম্র ব্যবহারেই একপ্রকার বাধ্য হয়ে পুনরায় বাগদান সারেন গোবিন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা অতীতের যন্ত্রণার কথা ভাগ করে নেন। নীলমের প্রতি গোবিন্দার অনুভূতির কথা জেনেও দিনের পর দিন লড়াই করেছেন। মেয়ে টিনা আহুজা তাঁর মা-কে আদর্শ প্রেমিকা বা স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন যিনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জয়ের স্বপ্ন দেখেছিলেন। 

আরও পড়ুন:  'আটটা বাজলেই মদ আর...', জন্মদিনে কেকও কাটেন একা! গোবিন্দার সঙ্গে সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে চিড়?

bollywood movie Govinda Bollywood News Sunita Ahuja Bollywood Actor Bollywood Couple