/indian-express-bangla/media/media_files/2025/08/28/govinda-sunita-ahujaa-2025-08-28-10-54-12.jpg)
সত্যিই কি ভাঙছে সংসার?
Govinda-Sunita Divorce Rumors: অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা বিগত কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছেন। শোনা যাচ্ছিল, তাঁদের বিবাহিত জীবনে টানাপোড়েন চলছে। এবং সুনীতা নাকি ব্যভিচার, নিষ্ঠুরতা ও পরিত্যাগের অভিযোগে দ্বিতীয়বারের মতো বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তবে গণেশ চতুর্থীর উপলক্ষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দম্পতি একসঙ্গে হাজির হন এবং সংবাদমাধ্যমের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।
বুধবার গোবিন্দা ও সুনীতা সাংবাদিকদের জানান, তাঁদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক ও দৃঢ়। গোবিন্দা বলেন, "আজ আমরা এতটা কাছাকাছি আছি, যদি সত্যিই কোনো সমস্যা থাকত, তাহলে কি আমরা এভাবে একসঙ্গে থাকতাম? কেউই আমাদের আলাদা করতে পারবে না- না ঈশ্বর, না শয়তান।"
Entertainment News: অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার তিন বন্ধু, খোঁজ চলছে অভিনেত্রীর
সুনীতা আরও বলেন, "একটা সিনেমা ছিল না, মেরা পতি সির্ফ মেরা হ্যায়-গোবিন্দাও শুধু আমারই, অন্য কারও নয়। যতক্ষণ না আমরা নিজেরা কিছু বলছি, দয়া করে এ নিয়ে জল্পনা করবেন না।" একই সঙ্গে গোবিন্দা, সুনীতার সদ্য চালু হওয়া ইউটিউব ভ্লগেরও প্রচার করেন। তিনি বলেন, "ও তার ভ্লগ শুরু করেছে এবং দারুণ সাড়া পাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি ওকে সমর্থন করুন।"
অন্যদিকে সুনীতা তার সর্বশেষ ভ্লগে বিবাহবিচ্ছেদের গুজব নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “গোবিন্দার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, তখন দেবীর কাছে প্রার্থনা করেছিলাম যেন আমি ওকে বিয়ে করতে পারি এবং একটি সুন্দর জীবন পাই। দেবী আমার প্রার্থনা পূর্ণ করেছেন। আমাকে দুটি সন্তান দিয়েও আশীর্বাদ করেছেন। জীবনে উত্থান-পতন থাকবেই, কিন্তু মা কালী আছেন বলেই আমি বিশ্বাস করি কেউ আমার সংসার ভাঙতে পারবে না।"