Govinda-Sunita Ahuja: গলা থেকে কোমর ছুঁয়েছে সোনার হার! বিচ্ছেদ জল্পনার মাঝে করওয়া চৌথে স্ত্রীকে সারপ্রাইজ গোবিন্দার

Govinda-Sunita Ahuja Gift: গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ একসময় হয়ে উঠেছিল পেজ ৩-এর হট কেক। গণেশ পুজোয় একসঙ্গে হাজির হয়ে গুঞ্জনে জল ঢেলেছেন। এরপর করওয়া চৌথে যে ছবি শেয়ার করলেন তারকা পত্নী...

Govinda-Sunita Ahuja Gift: গোবিন্দা-সুনীতার বিচ্ছেদ একসময় হয়ে উঠেছিল পেজ ৩-এর হট কেক। গণেশ পুজোয় একসঙ্গে হাজির হয়ে গুঞ্জনে জল ঢেলেছেন। এরপর করওয়া চৌথে যে ছবি শেয়ার করলেন তারকা পত্নী...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Govinda-Sunita-Ahujaa

স্ত্রীকে সোনায় মুড়লেন গোবিন্দা

Govinda-Sunita Ahuja Karva Chauth Gift: বলিউড সুপারস্টার ও ডান্স মাস্টার গোবিন্দার দাম্পত্যের অর্ন্তকলহ নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। যদিও এই গুঞ্জনে কখনই সিলমোহর দেননি তারকা দম্পতি। বরং, বিচ্ছেদচর্চাকে বুড়ো আঙুল দেখিয়ে বিবাহবার্ষিকীতে কেক কেটেছেন। একসঙ্গে পালন করেছেন গণেশ চতুর্থীও। গণেশ বন্দনার দিনই অভিনেতার ম্যানেজার সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'কোনও দম্পতিরই সমস্যাহীন সম্পর্ক হতে পারে না। সুনীতা গোবিন্দাকে ভীষণ ভালোবাসেন এবং তাঁরা একসঙ্গেই আছেন। ডিভোর্স হচ্ছে না। তাঁরা সন্তানদের কেরিয়ার ও বিয়ে নিয়ে ব্যস্ত।' এরপরই করওয়া চৌথ-এ বিরাট চমক। 

Advertisment

স্ত্রীকে সোনার নেকলেস উপহার দিয়েছেন গোবিন্দা। স্বামীর কাছ থেকে এমন সুন্দর উপহার পেয়ে আপ্লুত। সুনিতা আহুজা করওয়া চৌথে স্বামীর কাছ থেকে পাওয়া উপহারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রাজকীয় সবুজ এমব্রয়ডারি পোশাকে সেজেছিলেন সুনীতা আর গলায় পরেছিলেন একটি ভারী সোনার হার। ওই স্বর্ণ অলংকরই ছিল করওয়া চৌথে গোবিন্দার স্ত্রীর সাজের মূল আকর্ষণ।সুনীতা আহুজার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যাচ্ছে ওই ভারী সোনার হার পরে ক্যামেরায় পোজ দিচ্ছেন তারকা পত্নী। 

আরও পড়ুন 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী?

Advertisment

তাঁর জমকালো সাজকে আরও একটু তোল্লাই দিয়েছে কপালের বড় টিপ, মানানসই দুল, সবুজ রঙের চুড়ি এবং একাধিক আংটিতে সুসজ্জিত আঙুল। ক্যামেরার দিকে দু’হাতে সোনার হার নিয়ে গর্বের সঙ্গে স্বামীর দেওয়া দামী উপহারটি প্রদর্শন করছেন সুনীতা আহুজা।  ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করে সুনিতা আহুজা ক্যাপশনে লিখেছেন, 'সোনা কিতনা সোনা হ্যায়! আমার করওয়া চৌথের গিফট এসে গিয়েছে।'

দম্পতিকে ভালবাসা আর শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জন থেকে ভক্তরা। চলতি বছরের আগস্ট মাসে তাঁদের দাম্পত্যে অশান্তির খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গণেশ চতুর্থীতে সংবাদমাধ্যমের সামনে সুনীতা বলেছিলেন, পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। জীবনে ফাটল ধরেছে— এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে,গণেশ চতুর্থী উৎসবে একসঙ্গে প্রকাশ্যে এসে তাঁরা সব রটনা থামিয়ে দেন।

পাপারাজ্জিদের সামনে একসঙ্গে উপস্থিত হয়ে তাঁরা প্রমাণ করেন, তাঁদের সম্পর্কে কোনো ভাঙন আসেনি। তবে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা এনডিটিভিকে জানিয়েছিলেন,'২০২৪ সালের বান্দ্রা ফ্যামিলি কোর্টে মামলা দাখিল করা হয়েছিল। সাম্প্রতিককালে এমন কোনও ডিভোর্স মামলা করা হয়নি। সব কিছু মিটমাট হয়ে গেছে। পুরনো প্রসঙ্গ টেনে আনা হচ্ছে মাত্র।' 

আরও পড়ুন বিবাহবার্ষিকীর আগেই ভালবাসায় মাখামাখি, ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার

Govinda