Govinda-Sunita Ahuja Divorce: 'গণেশ চতুর্থীর দিনই...', গোবিন্দা-সুনীতার ৩৮ বছরের দাম্পত্যে ইতি! কী জানালেন অভিনেতার আইনজীবী?

Govinda-Sunita Ahuja: গোবিন্দার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ডিভোর্স মামলা করেছেন স্ত্রী সুনীতা। এমন খবর চাউর হতেই মুখ খুললেন অভিনেতার আইনজীবী ও ম্যানেজার।

Govinda-Sunita Ahuja: গোবিন্দার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ডিভোর্স মামলা করেছেন স্ত্রী সুনীতা। এমন খবর চাউর হতেই মুখ খুললেন অভিনেতার আইনজীবী ও ম্যানেজার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সত্যিই বিবাহবিচ্ছেদ?

Govinda-Sunita Ahuja Relationship Status: বলিউড সুপারস্টার ও ডান্স মাস্টার গোবিন্দার দাম্পত্যের অর্ন্তকলহ প্রকাশ্যে। স্ত্রী সুনীতা আহুজা নাকি প্রায় ৩৮ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।  আর সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন। হয়েছেন। হটারফ্লাই (Hauterrfly)-এর প্রতিবেদনে অনুযায়ী, ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে সুনীতা আহুজা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। জানা গেছে, তিনি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫-এর ১৩ (১) (i), (ia), (ib) ধারায় মামলা করেছেন। যেখানে গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগের অভিযোগ হয়েছে। আদালত গোবিন্দাকে তলব করলেও তিনি হাজির হননি। পরবর্তীতে চলতি বছরের মে মাসে শো-কজ নোটিশ জারির পর আদালতে হাজিরা দেন।

Advertisment

আরও পড়ুন বিবাহবার্ষিকীর আগেই ভালবাসায় মাখামাখি, ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার

গোবিন্দার আইনজীবীর বক্তব্য

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, আদালতের নির্দেশে দম্পতির কাউন্সেলিং চলছে। এদিকে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা এনডিটিভিকে জানিয়েছেন,' সাম্প্রতিককালে এমন কোনও ডিভোর্স মামলা করা হয়নি। সব কিছু মিটমাট হয়ে গেছে। পুরনো প্রসঙ্গ টেনে আনা হচ্ছে মাত্র। আসন্ন গণেশ চতুর্থীতে সবাইকে একসঙ্গে দেখতে পাবেন। পুজোয় যোগ দিতে আপনিও আসতে পারেন।'

গোবিন্দার প্রতিক্রিয়া

Advertisment

 ডিভোর্সের খবর সামনে আসার পর মুম্বই বিমানবন্দরে দেখা যায় গোবিন্দাকে। গুঞ্জনে পাত্তা না দিয়ে হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে চুম্বন ছুঁড়ে দেন। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও এমন খবর রটেছিল। তখনও গোবিন্দার টিমের তরফে জানানো হয় সুনীতা ছয় মাস আগে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন। বর্তমানে স্বামী-স্ত্রীর সব সমস্যা মিটে গিয়েছে। 

গোবিন্দার ম্যানেজারের প্রতিক্রিয়া

গোবিন্দার ম্যানেজার শশী এই প্রসঙ্গে এইচটি সিটি (HT City)-কে বলেন, 'প্রতিটি দাম্পত্যেই ঝামেলা-অশান্তি থাকে। এগুলো সব পুরনো খবর। নিজেদের স্বার্থে পুরনো খবর নতুন মোড়কে সাজানো হচ্ছে। ডিভোর্সের প্রসঙ্গে তিনি বলেন, গোবিন্দা কখনও হিংস্র বা খারাপ ব্যবহার করতে পারেন না। আমি ওঁর সঙ্গে কাজ করেছি। তিনি সেইরকম মানুষই নন। তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।' পাশাপাশি এটাও স্বীকার করেন, 'গোবিন্দা আদালতের সমন মানেননি। তবে সুনীতাও একবারের বেশি দ্বিতীয়বার আর যাননি।' আরও যোগ করেন, 'কোনও দম্পতিরই সমস্যাহীন সম্পর্ক হতে পারে না। সুনীতা গোবিন্দাকে ভীষণ ভালোবাসেন এবং তাঁরা একসঙ্গেই আছেন। ডিভোর্স হচ্ছে না। তাঁরা সন্তানদের কেরিয়ার ও বিয়ে নিয়ে ব্যস্ত।' গোবিন্দার আইনজীবীর সুরে সুর মিলিয়ে তিনিও হলেন, 'এই গণেশ চতুর্থীতে আপনি পরিবারকে একসঙ্গে দেখবেন।'

ডিভোর্সের গুঞ্জনের নেপথ্যে কী?

সুনীতা আহুজা সম্প্রতি নিজের নতুন ইউটিউব চ্যানেলের প্রচার করছেন এবং বহু সাক্ষাৎকার দিচ্ছেন। সাম্প্রতিক ভ্লগে তিনি স্বামী-স্ত্রীর বন্ধন মজবুত বললেও, আগের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তাঁরা আলাদা থাকেন। সুনীতা ইঙ্গিত দিয়েছেন, গোবিন্দা তাঁকে পুরোপুরি বিশ্বাস করতেন না। প্রসঙ্গত, ৩০ বছর বয়সী মারাঠি অভিনেত্রীকে গোবিন্দা-সুনীতার সংসার ভাঙার জন্য দায়ী করা হয়েছিল। তবে প্রযোজক পহেলাজ নিহালানি ভিকি লালওয়ানিকে বলেন, 'কেউই সুনীতা আর গোবিন্দার চিরন্তন প্রেমের মধ্যে আসতে পারবে না।'

আরও পড়ুন 'এমন কোনও মাই কা লাল...', গোবিন্দার সঙ্গে ডিভোর্স চর্চা নিয়ে হুঁশিয়ারি সুনীতার

Govinda Bollywood Couple