Govinda Viral Video: পাশে বসে থাকা সহযাত্রী তরুণীর কাঁধে..., বিমানে এ কী কাণ্ড ঘটালেন 'হিরো নম্বর ১' গোবিন্দা! ভাইরাল ভিডিও

Govinda Viral Video: গোবিন্দার একটি ভিডিও ঘিরে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিমানে পাশে বসে থাকা তরুণীর সঙ্গে এমন কী করলেন অভিনেতা? যা দেখে রেগে কাঁই নেটপাড়া।

Govinda Viral Video: গোবিন্দার একটি ভিডিও ঘিরে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিমানে পাশে বসে থাকা তরুণীর সঙ্গে এমন কী করলেন অভিনেতা? যা দেখে রেগে কাঁই নেটপাড়া।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিমানে এ কী কাণ্ড ঘটালেন 'হিরো নম্বর ১' গোবিন্দা!

বিমানে এ কী কাণ্ড ঘটালেন 'হিরো নম্বর ১' গোবিন্দা!

Govinda: বিগত বেশ কয়েকদিন ধরেই পেজ ৩-এর খবরে রয়েছেন 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের জেরেই চর্চায় ছিলেন অভিনেতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গোবিন্দার লেটেস্ট লুক ঝড়ের গতিতে ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও নিজেই শেয়ার করেছেন গোবিন্দা। আপাদমস্ত কালো পোশাক, চোখে ম্যাচিং রোদচশমা আর সব কিছুর মাঝে নজর কেড়েছে গোবিন্দার গোঁফ। যা দেখে রীতিমতো অবাক 'চিচি'-র ভক্তরা। একদিকে যখন গোবিন্দার নতুন লুক নিয়ে চর্চা ঠিক সেই সময় আরও একটি ভিডিও ঘিরে একেবারে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিমানে গোবিন্দার পাশে বসে থাকা এক তরুণীর কাঁধে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন অভিনেতা! রিডিটে সেই ভিডিও পোস্ট হতেই দাবানলের গতিতে ভাইরাল। 

Advertisment

Advertisment

তবে ওই ভিডিওটি নেটিজেনরা মোটেই খুব একটা ভাল নজরে দেখছেন না। ৬১ বছর বয়সী অভিনেতা সম্ভবত একটি সেলফি ভিডিও রেকর্ড করেছেন। সেখানেই তরুণীর কাঁধে হালকা করে মাথা রেখে বিশ্রাম নেওয়ার মুহূর্তটা লেন্সবন্দি করেছেন গোবিন্দা। ভিডিও দেখে নেটনাগরিকদের অনেকেই মনে করছেন গোবিন্দার এইরকম আচরণে অস্বস্তিতে পড়েছেন ওই তরুণী। তবে ক্যামেরার দিকে হাসি মুখে পোজ দিয়েছেন কমেডি কিং গোবিন্দা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর কমেন্ট বক্সে এক নেটিজেন মন্তব্য করেছেন, 'এটা কী হচ্ছে? কে এই তরুণী?' অপর এক নেটনাগরিকের বক্তব্য, 'অসভ্য নম্বর ওয়ান।' গোবিন্দার এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে নেটপাড়ার এক সদকস্য ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'এটা কী ধরণের অসভ্য আচরণ!' 'আপনি সব সীমা পার করে ফেললেন' বলেও এক ব্যক্তি মত প্রকাশ করেছেন। 

Govinda in a flight
byu/DyausPater inBollyBlindsNGossip

গোবিন্দার পাশে বসে থাকা ওই তরুণী কে? অভিনেতার টিমের সদস্য কিনা তাও জানতে চেয়েছেন অনেকেই। শুক্রবার শহরের বাইরে পা রেখেছেন গোবিন্দা। সেই সঙ্গে নিউ লুক-বিমানযাত্রার ভিডিও দেখে অনেকেই মনে করছেন, গোবিন্দা হয়ত নতুন কোনও সিনেমার কাজ শুরু করছেন। যদিও সেই বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি অভিনেতা। গোবিন্দা অভিনীত শেষ ছবি রঙ্গিলা রাজা। এরপর গোবিন্দাকে আর কোনও সিনেমায় দেখা যায়নি। তবে রাজনীতির ময়দানে দারুণ সক্রিয় অভিনেতা। 

আরও পড়ুন বিবাহবার্ষিকীর আগেই ভালবাসায় মাখামাখি, ডিভোর্স গুঞ্জন উড়িয়ে গোবিন্দার ঠোঁটে ঠোঁট সুনীতার

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বই নিয়ে আসা হয় গোবিন্দাকে। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতলেও ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।  সেই ঘটনার কয়েকদিন আগেই ১ অক্টোবর, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হয়েছিলেন বলিউড তারকা গোবিন্দা। নিজের রিভলভার থেকেই গুলি লাগে তাঁর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় কারণে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন 'এমন কোনও মাই কা লাল...', গোবিন্দার সঙ্গে ডিভোর্স চর্চা নিয়ে হুঁশিয়ারি সুনীতার

Govinda Bollywood News