New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/01/9oeQxDoAhpHvJ9GmjwLL.jpg)
ডিভোর্স চর্চা নিয়ে হুঁশিয়ারি সুনীতার
ডিভোর্স চর্চা নিয়ে হুঁশিয়ারি সুনীতার
Sunita Ahuja statement: গোবিন্দা-সুনীতার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। সত্যিই দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে সত্যিই ইতি টানছেন তারকা দম্পতি? মায়ানগরীর অন্দরে 'পাওয়ার কাপল'-কে নিয়ে তরজা জারি। নেপথ্যে গোবিন্দা ঘরণী সুনীতার একটি সাক্ষাৎকার। 'Hindi Rush'-কে তিনি বলেছিলেন, দীর্ঘ ১২ বছর গোবিন্দার থেকে আলাদা থাকছেন। জন্মদিনও একাই সেলিব্রেট করেন। কেকও কাটেন একাই। আর জীবনের এই বিশেষ দিনে সুনীতার সঙ্গী হয় মদ। এরপরই গোবিন্দা-সুনীতার ডিভোর্স চর্চা হয়ে উঠেছে বিনোদনের হট কেক। এবার এই চর্চার মাঝে রীমিমতো ফুঁসে উঠলেন গোবিন্দা ঘরণী সুনীতা আহুজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন এমন কোনো মায়কা লাল নেই যে তাঁদের আলাদা করতে পারবে। আর যদি কেউ থাকে তাহলে যেন সে সামনে আসে।
সুনীতার এই সাহসী জবাবের তরিফ করেন সাংবাদিকরা। পরনে গোলাপি শাড়ি, চোখে ম্যাচিং চশমা। হাঁটতে হাঁটতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারকা পত্নী। তিনি জানান, গোবিন্দা যখন রাজনীতিতে যোগ দিয়েছেন তখন মেয়ে বড় হচ্ছে। আমাদের সেই বিষয়টা খেয়াল রাখতে হয়েছিল। সেই সময় অনেক লোকের বাড়িতে আনাগোনা লেগে থাকত। আমরা তো বাড়িতে শর্টস পরে ঘুরতাম। তাই পাশেই একটা অফিস নেওয়া হয়। এই দুনিয়ায় এমন কেউ আছে যে আমাদের আলাদা করতে পারবে? এমন কোনও মাই কা লাল যদি কেউ থাকে তাহলে সামনে এসে দেখিয়ে দিক।'
স্ত্রী-সন্তান নিয়ে সুখের সংসার গোবিন্দার। কিন্তু, একটা সময় চিচি-র মন-প্রাণ জুড়ে ছিলেন অভিনেত্রী নীলম কোঠারি। ১৯৯০ সালে এক সাক্ষাৎকারে গোবিন্দা কোনও রাখঢাক না রেখেই বলেছিলেন, সুনীতাকে ছেড়ে তিনি নীলমকে বিয়ে করতে চান। বাগদান পর্যন্ত নস্যাৎ করে দিয়েছিলেন। সেই ঘটনার পর সুনীতা পাঁচদিন গোবিন্দাকে কোনও ফোন করেননি। এরপর সুনীতার নম্র ব্যবহারেই একপ্রকার বাধ্য হয়ে পুনরায় বাগদান সারেন গোবিন্দা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা অতীতের যন্ত্রণার কথা ভাগ করে নেন। নীলমের প্রতি গোবিন্দার অনুভূতির কথা জেনেও দিনের পর দিন লড়াই করেছেন। মেয়ে টিনা আহুজা তাঁর মা-কে আদর্শ প্রেমিকা বা স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন যিনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে জয়ের স্বপ্ন দেখেছিলেন।
আরও পড়ুন: কেন ১২ বছর গোবিন্দার থেকে আলাদা থাকেন সুনীতা? চর্চার মাঝে মুখ খুললেন তারকা পত্নী