Advertisment
Presenting Partner
Desktop GIF

Govinda Health Update : রোড শো-র মাঝে বুকে ব্যথা! তড়িঘড়ি মুম্বই ফিরলেন গোবিন্দা, কেমন আছেন অভিনেতা?

Govinda Illness : ভোটের প্রচারে রোড শো করছিলেন গোবিন্দা। আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। মুম্বই নিয়ে আসা হয় চিচি-কে। এখন কেমন আছেন?

author-image
Kasturi Kundu
New Update
Govinda Suffers Bullet Injury

Govinda Health : তিনি শুধু একজন বলিউডের সুপারস্টার বা ডান্স মাস্টার নন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। তিনি নান আদার দ্যান 'হিরো নম্বর ওয়ান' গোবিন্দা। ভোটের প্রচারে জলগাঁওতে একটি ক্যাম্পেনিং করেছিলেন। মুক্তাইনগর, চোপড়া, পাচোরা সহ কয়েকটি জায়গায় প্রচার করছিলেন। সেই সময় অসুস্থ  বোধ করেন গোবিন্দা। পাচোরায় একটি রোড শো করছিলেন। মাঝপথেই অসুস্থতার কারণে তড়িঘড়ি মুম্বই ফিরে আসেন। 

Advertisment


সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৬ নভেম্বর ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বই নিয়ে আসা হয় গোবিন্দাকে। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতলেও ভর্তি করা হয় চিচিকে। প্রসঙ্গত, ব়্যালির মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গোবিন্দা। সেই রেশ কাটতে না কাটতেই ফের অসুস্থ চিচি। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার অনুরাগীরা। 

অভিনেতা এখন কেমন আছেন তা জানতে উদগ্রীব ভক্তরা। সংবাদসংস্থা IANS-এর রিপোর্ট অনুযায়ী, অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভাল আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 

প্রসঙ্গত, গত মাসেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন গোবিন্দা। ১ অক্টোবর, মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দা। নিজের রিভলভার থেকেই গুলি লাগে তাঁর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় কারণে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

আরও পড়ুন: নিজের পায়ে গুলি চালিয়েই গিয়েছিলেন হাসপাতালে, আলোর উৎসবেও দেখা যায়নি তাঁকে, এখন কেমন আছেন গোবিন্দা?

ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি ছিলেন অভিনেতা। গোবিন্দার ম্যানেজার জানিয়েছিলেন, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখার সময় মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করেন। পায়ে ১০ টি সেলাই দিতে হয় গোবিন্দাকে। 

 

Govinda Bollywood News Bollywood Actor bollywood movie
Advertisment