/indian-express-bangla/media/media_files/2025/02/18/CVhLTU5CPbVoj8iXXqYe.jpg)
ডিভোর্স গুঞ্জন উসকে গোবিন্দাকে নিয়ে কী বললেন সুনীতা?
Sunita Ahuja Viral Vidro: ৩৭ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। এই খবরে তো শোরগোল বিনোদন দুনিয়ায়। যদিও এই খবরে সিলমোহর দেননি তারকা দম্পতি। এর মাঝেই নেটপাড়ায় ভাইরাল ভ্যালেন্টাইনস ডে-তে গোবিন্দা পত্নী সুনীতার ভিডিও। যেখানে ছেলের সঙ্গে ভ্যালেন্টইনস ডে-র পার্টিতে সেলিব্রেশন মুডে সুনীতা আহুজা। উজ্জ্বল লাল গাউনে গ্ল্যামারাস গোবিন্দা পত্নী। পাশে দাঁড়িয়ে তাঁর ছেলে যশবর্ধন আহুজা। সেলেব পাপারাৎজ্জিদের সামনে হাসি মুখে পোজ দেন মা-ছেলে। প্যাপেদের সঙ্গে কথা বলার সময়ই উঠ আসে গোবিন্দা প্রসঙ্গ। তাঁরা জানতে চান প্রেমদিবসের পার্টিতে গোবিন্দাকে ছেড়ে কেন একা সুনীতা?
সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন, 'স্যার তো ওঁর ভ্যালেন্টাইনর সঙ্গে আছে।' পরক্ষণেই হেসে বলেন, 'এটা মজা করে বললাম। অন্য কিছু ভাবার কোনও কারন নেই। ও শুটিংয় রয়েছে। কাজকে ও খুব ভালবাসে। ওটাই ওঁর ভ্যালেন্টাইন।' গোবিন্দা-সুনীতার ডিভোর্স গুঞ্জনে মন খারাপ জুটির ভক্তদের। সম্প্রতি Hindi Rush-কে একটি সাক্ষাৎকারে দিয়েছেন গোবিন্দা ঘরণী সুনীতা আহুজা।
সেখানে তিনি বলেছিলেন, 'কখনও কোনও পুরুষকে বিশ্বাস করা উচিত নয়। আগে গোবিন্দা খুব লাজুক ছিল। কিন্তু, বর্তমানে ভোলবদলের কারন অজানা। আপনি জানতেই পারবেন না আপনার পিছনে কী হচ্ছে। কখনও কোনও পুরুষকে বিশ্বাস করা উচিত নয়। মানুষ গিরগিটির মতো রং বদলায়। আমাদের বিয়ের ৩৭ বছর হয়ে গেল। আগে সেভাবে কোথাও যেতে দেখতাম না। এখন তো জানি-ই না কোথায় যায়!'
সাম্প্রতিক অতীতে Pinkvilla-কে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা মহিলাদের একটি পরামর্শ দিয়েছিলেন। পুরুষ মানুষকে কেন সামলে রাখতে হয়? সেই কারন ব্যখা করতে গিয়ে বলেছিলেন, 'মহিলাদের সবসময় উচিত স্বামীকে সামলে রাখা। ওঁরা ক্রিকেট ম্যাচের মতো। এই ভাল তো এই খারাপ। তাই নিজের স্বামীকে আগলে রাখতে হয়। সবসময় একটাই পরামর্শ দেব যেভাবে আমি আমার স্বামীকে সামলে রাখি তেমনই আপনারাও আপনাদের স্বামীকে আগলে রাখুন।'
আরও পড়ুন: মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন, গোবিন্দা-সুনীতার ৩৭ বছরের দাম্পত্যে ইতি?