Govindaa wife Sunita: গোবিন্দার নাম উঠতেই উল্টো পথে হাঁটা দিলেন সুনিতা, স্বামী-স্ত্রীর সম্পর্ক কি তবে তলানিতে?

শেষ কিছু মাসে সুনিতা এবং তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা। তাঁরা নাকি আলাদা থাকেন, যদিও এই প্রসঙ্গে নিজেই গুজব সরিয়েছিলেন সুনিতা। এমনও বলেছিলেন, আমাদের আলাদা করবে, এখনও কেউ জন্ম নেয়নি। তাহলে গতকাল?

শেষ কিছু মাসে সুনিতা এবং তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা। তাঁরা নাকি আলাদা থাকেন, যদিও এই প্রসঙ্গে নিজেই গুজব সরিয়েছিলেন সুনিতা। এমনও বলেছিলেন, আমাদের আলাদা করবে, এখনও কেউ জন্ম নেয়নি। তাহলে গতকাল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govindaa wife sunita ahuja reacts when paparazzi told they missed him

কেন এমন আচরণ করলেন গোবিন্দার স্ত্রী? Photograph: (ফাইল চিত্র )

Govindaa Wife sunita: তাঁকে বলিউডের ড্যান্সিং সেন্সেশন বলা হত। তাঁর সঙ্গে কাজ করার জন্য পরিচালকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেন। তিনি যে ভুমিকাতেই অভিনয় করতেন, সেটাই যেন আইকনিক হয়ে উঠত। নানা সময় তাঁর ছবি আলচোনার বিষয় হয়ে উঠত।  নীলম কোঠারী থেকে দিব্যা ভারতী - নানা তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। অনেক নায়িকার সঙ্গে তাঁর নামও জড়িয়েছে। কিন্তু! শেষ কিছুদিন... 

Advertisment

তাঁর স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে  নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সুনিতাকে পরিবারের মতে এবং ভালবেসেই বিয়ে করেছিলেন গোবিন্দা। শুধু তাই নয়, দুজনের সম্পর্ক ছিল দারুণ মধুর। কিন্তু, শেষ কিছু মাসে সুনিতা এবং তাঁর সম্পর্ক নিয়ে নানা আলোচনা। তাঁরা নাকি আলাদা থাকেন, যদিও এই প্রসঙ্গে নিজেই গুজব সরিয়েছিলেন সুনিতা। এমনও বলেছিলেন, আমাদের আলাদা করবে, এখনও কেউ পয়দা হয়নি। তাহলে গতকাল?

আরও পড়ুন  -  Lopamudra Mitra: 'আসলে আমি জাতীয় স্তরে কোনও পুরস্কার পাইনি', কোন প্রসঙ্গে একথা বললেন লোপামুদ্রা?

সুনিতা এবং তাঁর ছেলে একটি ফ্যাশন শোয়ে গিয়েছিলেন। সুনিতা র‍্যাম্পে হেঁটে নজর কাড়েন সকলের। সঙ্গে ছিলেন তাঁর ছেলেও। দুজনকে একসঙ্গে দেখেই বেশিরভাগ গোবিন্দার খোঁজ করেন। কুলি নম্বর ওয়ান অভিনেতা সেখানে অনুপস্থিত ছিলেন। তাই তো অনেকেই তাঁর খোঁজ করলেন। জিজ্ঞেস করে বসলেন, গোবিন্দা স্যার কোথায়? ব্যাস! তারপরেই মুড পাল্টে গেল সুনীতার। 

Advertisment

প্রথম দিকে তিনি হেসে হেসে কথা বলছিলেন। কিন্তু গোবিন্দার প্রসঙ্গ উঠতেই যেন কথা থেমে গেল তাঁর। তারপরেই আঙ্গুল দিয়ে মুখ বন্ধ রাখার ইশারা করেন। তারপরেই রাগের বশে সেখান থেকে চলে যান। কিন্তু, পাপারাজ্জিরা সেখানে থামার নয়। বরং তাঁরা আরও উস্কে বলেন, আমরা স্যারকে মিস করছি। এরপরই মুখ ঘুরিয়ে তিনি বলেন, তাই? উনার বাড়ির ঠিকানা দিয়ে দেব?" এরপরই ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিও। এবং সুনিতার এহেন প্রতিক্রিয়ায় বেশিরভাগ ঠিক আন্দাজ করতে পারেননি,আসলে ঠিক কী কারণে এহেন কাণ্ড হল? 

উল্লেখ্য, যখন এই ঘটনা ঘটে, তখন তাঁর ছেলে পাশেই ছিলেন। কিন্তু, কোনও উত্তর তিনি দেননি। বরং মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসেন এবং চুপ করেই ছিলেন তিনি। 

Govinda bollywood actress Bollywood Actor Sunita Ahuja