Lopamudra Mitra: দীর্ঘ এতবছর, তিনি বাংলার মানুষের মনোরঞ্জন করেছেন। তাঁর জীবনমুখী গান থেকে লোকগান, সবটাই মানুষ দারুণ পছন্দ করেছেন। আর এবার গায়িকা লোপামুদ্রা তাঁর জীবনে এমন একটি সুন্দর উফার পেয়েছেন, যেকথা তিনি নিজেই তাঁর ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন। কী এমন হল তাঁর সঙ্গে?
লোপামুদ্রা খুব ঠোঁটকাটা, তিনি সহজ কথা সহজ করেই বলেন। বরাবর, তিনি অন্যায়ের সঙ্গে একটুও আপোস করেন না। তাই তো, কেউ কেউ তাঁকে খুব পছন্দ করেন, আবার কেউ কেউ তাঁর কথাবার্তার ধার একেবারেই সহ্য করতে পারেন না। কিন্তু তাতে কী? লোপামুদ্রা নিজের মত করে এগিয়ে চলেছেন। শুধু তাই নয়, এবার ভারতীয় পোস্টের তরফে তিনি যে নিদারুণ এক স্বীকৃতি পেয়েছেন, সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Anindya Chatterjee-Kilbil Society: টক্সিসিটির শেষ সীমায়, অনিন্দ্যর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললেন সৃজিত! চূড়ান্ত বিরক্ত নায়িকা...
নিজস্ব স্ট্যাম্প পেয়েছেন তিনি। ভারতীয় পোস্টের তরফে তাঁকে এহেন স্বীকৃতি দেওয়া হয়েছে দেখে, আনন্দে আত্মহারা গায়িকা। তিনি সেই স্ট্যাম্প নিজের হাতে নিয়েই ছবি আপলোড করলেন। বাংলা গানের জন্যই যে তাঁর এই স্বীকৃতি, একথা বলতে ভুললেন না তিনি। সঙ্গে ছিলেন আরেক পদ্ম পুরস্কার প্রাপ্ত পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ। কী লিখলেন তিনি সমাজ মাধ্যমে? "ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে "My stamp", আমার নিজের নামাঙ্কিত স্ট্যাম্প প্রকাশ হওয়ায় আমি ধন্য ও গর্বিত। আমার এই প্রাপ্তি বাংলা গানের জন্য। আমৃত্যু আমি যেন এর থেকে বিচ্যুত না হই, আর পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, বাংলা গানকে ভালোবাসার জন্য। ধন্যবাদ ভারতীয় পোস্ট এবং ভিশন অফ বেঙ্গল।"
গায়িকার সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি বেশ আনন্দিত এই ঘটনার পর। কী জানালেন তিনি? তাঁর কথায়, "আমি, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং সোহিনী সেনগুপ্ত, আমাদের তিনজনকে ভিশন অফ বেঙ্গল থেকে সম্মান জানানো হল। আমি না সত্যি পুরস্কার নিয়ে সেভাবে কিছু ভাবি না। সবসময় ভাবি, যে কী হয়ে গেল। আসলে আমি জাতীয় স্তরে কিছুই পাইনি। যেগুলি পেয়েছি, সব পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তাই, এটা আমার খুব ভাল লেগেছে। তেজেন্দ্রদা বললেন, যে এটা কিন্তু নেহাতই কম সম্মান নয়। যদিও, পোস্টের নীচে অনেকেই বললেন, যে এটা যে কেউ পেতে পারেন, তাই আমি একটু কনফিউজ হয়ে গেলাম।"
তাঁর এই নতুন শুরুতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। কেউ কেউ এটিই তাঁর জীবনের পরম প্রাপ্তি বলে জানিয়েছেন। আবার কেউ বললেন, 'আহা কী আনন্দ'। আবার কেউ সকলের ভুল শুধরে দিয়ে বললেন, "My Stamp ভারতীয় ডাকের একটি পেইড সার্ভিস। যে কেউ ইচ্ছা করলে নিজের নাম ও ছবি সহ স্ট্যাম্প প্রকাশ করতে পারে। মূল্যের বিনিময়ে।"