ছোটদের ছবি নিয়ে অল্পবিস্তর কাজ শুরু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। সেরকমই একটি বাচ্চাদের নিয়ে তৈরি ছোটদের জন্য ছবি 'গোয়েন্দা তাতার'। তবে এ যে সে গোয়েন্দা নয়। পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 'চতুর গোয়েন্দা চতুরাভিযান' গল্প অবলম্বনেই পরিচালক শ্রীকান্ত গোলুই তৈরি করে ফেলেছেন গোয়েন্দা তাতারকে। তাতারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অধিরাজ গঙ্গোপাধ্যায়কে৷ তবে গল্পের প্লট কিন্তু হাওড়া থেকে সরে চলে গিয়েছে সোজা মুর্শিদাবাদ।
একটি বাচ্চাদের দল, যাদের নেতা তাতার। তারা একজোট হয়ে বেরিয়ে পড়ে হারিয়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করতে। আর এখান থেকেই শুরু তাতার এন্ড গ্রুপের অন্বেষণের কাহিনি। তবে কেবল মুর্শিদাবাদ নয়, ছবিতে দেখা যাবে বর্ধমান, বোলপুরের বেশ কিছু জায়গা।
ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকার, খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত
এদিন হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। আর প্রথম ঝলকেই ছবির নবাগত অভিনেতা অধিরাজ অবাক করবে দর্শককে। তাতারের ভূমিকাতেই প্রথম নয়, এর আগে 'মহানায়ক' নামক মেগা সিরিয়ালে এবং বাংলায় 'ছায়াময়’, ও হিন্দিতে ‘বম্বে ভেলভেটে' অভিনয় করেছে অধিরাজ। শুধু অধিরাজই নয়, ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, মনু মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরও অনেকে। ছবিতে গান গেয়েছেন রুপঙ্কর বাগচী।
এর আগে গরমের ছুটিতে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই মুক্তি পাবে 'গোয়েন্দা তাতার'।