Guess who: সাদা চুলের আড়ালে কোঁকড়ানো চামড়া, এই অভিনেতার জোরাল দৃষ্টি সবকিছু থমকে দেবে..

Guess who bollywood Star: রাজাসাব ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, প্রভাস রয়েছেন এই ছবিতে। এবং কল্কি ছবিতেই তাঁর শেষ সাফল্য। খেয়াল করলে দেখা যাবে, তিনি কানাপ্পা ছবিতেও কাজ করেছিলেন। কিন্তু, সেই ছবি সফল হয়নি সেভাবে..

Guess who bollywood Star: রাজাসাব ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, প্রভাস রয়েছেন এই ছবিতে। এবং কল্কি ছবিতেই তাঁর শেষ সাফল্য। খেয়াল করলে দেখা যাবে, তিনি কানাপ্পা ছবিতেও কাজ করেছিলেন। কিন্তু, সেই ছবি সফল হয়নি সেভাবে..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sanjay dutta-bollywood

কে এই অভিনেতা?

Guess who bollywood Star: অভিনেতা সঞ্জয় দত্ত সবসময় নিজের কাজের মাধ্যমে ছাপ রেখেছেন বলিউডে। বিশেষ বিশেষ চরিত্রে যেভাবে তিনি নিজের দক্ষতা দেখিয়েছেন, সেই নিয়ে প্রশংসা করতে হয়। এমনকি, খেয়াল করলে দেখা যাবে বলিউডের বেশ নামিদামি পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। সঞ্জয় সিনেমার খলনায়ক হলেও, বাস্তবে তিনি নানা ভূমিকায় নিজের পরিচয় দিয়েছেন। এবং সম্প্রতি তিনি যা দৃশ্য দেখালেন...

Advertisment

সম্প্রতি রাজাসাব ছবি নিয়ে আলোচনা তুঙ্গে। তাঁর একটাই কারণ, প্রভাস রয়েছেন এই ছবিতে। এবং কল্কি ছবিতেই তাঁর শেষ সাফল্য। খেয়াল করলে দেখা যাবে, তিনি কানাপ্পা ছবিতেও কাজ করেছিলেন। কিন্তু, সেই ছবি সফল হয়নি সেভাবে। তবে, বর্তমানে তিনি রাজাসাব, ছবিতে ব্যস্ত। ডিসেম্বরে রিলিজ করতে চলেছে এই ছবি। কিন্তু, সবথেকে বেশি আলোচনায় যিনি তিনি হলেন সঞ্জয় দত্ত। গতকাল তাঁর জন্মদিন উপলক্ষে একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে, তিনি ঠাকুরদার ভূমিকায়। এবং তাঁকে চেনা দায়। যে লুক তিনি ধারণ করেছেন, সেটি সাংঘাতিক। সঞ্জয় দত্ত যদিও বা, নানা সময় নানা রোল করেছেন তবে এবার...

Actor Death News: আচমকাই সব শেষ! লুটিয়ে পড়লেন বালিতে, মর্মান্তিক মৃত্যু কিংবদন্তি অভিনেতার 

Advertisment

ঠিক যেন অমিতাভের কল্কি লুকের কাছাকাছি একটি সাজ। মাথায় লম্বা সাদা চুল। চোখে অদ্ভুত দৃষ্টি। এবং একদৃষ্টে তাকিয়ে আছেন তিনি। জানা যাচ্ছে, তিনি প্রভাসের ঠাকুরদার ভূমিকায় কাজ করছেন। এবং যেখানে তিনি নাকি স্পাইন চিলিং পারফরমেন্স দিয়েছেন। এমন নাকি অভিনয় করেছেন তিনি, যে মানুষ হকচকিয়ে যাবেন। এই ছবি রিলিজ করবে ৫ই ডিসেম্বর। সঞ্জয়ের এই লুক বেশ আলোচনায়। এর আগেও তিনি কেজিএফ ২ - ছবিতে কাজ করেছেন আরেক সাউথের সুপারস্টার যশের সঙ্গে।

প্রসঙ্গে, মারুথি পরিচালিত দ্য রাজা সাব ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্যান-ভারতীয় তারকা প্রভাস। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী নিধি আগরওয়াল, মালবিকা মোহনন এবং ঋদ্ধি কুমার। ছবিতে প্রভাসকে দেখা যাবে এক তরুণ উত্তরাধিকারীর চরিত্রে। গল্পে দেখা যাবে, আর্থিক সংকটে পড়ে তিনি একটি প্রাসাদ কিনতে আগ্রহী হয়ে ওঠেন, পরিবারের ভবিষ্যৎ রক্ষার আশায়। কিন্তু শীঘ্রই তিনি বুঝতে পারেন, এই প্রাসাদটি রহস্যময় এবং প্রতিহিংসাপরায়ণ আত্মা 'রাজা সাব'-এর অধীন, যে অতীতের দুঃসহ স্মৃতি এবং অজানা শক্তি নিয়ে ফিরে এসেছে।

bollywood sanjay dutt Entertainment News Today