ফের এক তারকার মৃত্যুর খবর কানে আসছে। হঠাৎ করেই যেন সব শেষ। কোলাপ্স করে গেলেন অভিনেতা? একের পর এক হিট প্রজেক্টে কাজ করেছিলেন। নাম এবং প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু, ৬০ বছরেই থামল পথচলা। সমুদ্র সৈকতের বুকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মর্মান্তিক ঘটনায় শোকে আচ্ছন্ন অভিনেতার ভক্তরা। কী হয়েছিল অভিনেতার?
বয়স হয়েছিল ৬০ বছর। প্রসঙ্গে প্রবীন ইসরায়েলি অভিনেতা অ্যালন অ্যাবাউটবুল। মঙ্গলবার ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। অভিনেতা সাঁতার কাটতে গিয়েই জীবন হারালেন। স্বাচ্ছন্দ্যমতো সাঁতার কাটতে গিয়েছিলেন। কিন্তু, আর শেষরক্ষা হল না। সূত্রের খবর, ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। এবং, অনেক চেষ্টা করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা কী জানিয়েছেন? কী দেখেছিলেন তাঁরা চোখের সামনে? অভিনেতাকে তাঁরা সাঁতার কাটতে যেতে দেখেন, কিন্তু যখন তিনি জল থেকে উঠে এলেন তখন...
৬০ বছর বয়সী এই অভিনেতা, নাকি জল থেকে বেরিয়েই অসুস্থ বোধ করছিলেন। এবং, জানা যাচ্ছে তিনি বারবার সেকথা বলার চেষ্টা করছিলেন। বোঝানোর চেষ্টা করছিলেন যে শরীর খারাপ লাগছে। প্যারামেডিকরা দ্রুত রেসকিউ করতে গিয়েছিলেন। দ্রুত তাঁকে সুস্থ করতে লেগে পড়েন। কিন্তু, প্রায় এক ঘন্টা টানা নানা ধরনের উপায় অবলম্বন করার পরেও, তাঁকে বাঁচানো গেল না। শেষপর্যন্ত, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রতক্ষ্যদর্শীরা, বা এলাকার মানুষরা জানিয়েছেন, অভিনেতা নাকি বালির উপর উল্টে পড়েন। একটা ভয়াবহ ট্র্যাজেডি, এবং সবাই হতভম্ব এই ঘটনায়।
তবে, অনেকেই এই আশঙ্কা করেছেন, হয়তো বা সমুদ্রের তীব্র স্রোতে তিনি ভেসে গিয়েছিলেন। রীতিমতো খাবি খাচ্ছিলেন হয়তো। অ্যাবাউটবুল চার দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলের নানা সিনেমা, টেলিভিশন ও থিয়েটারে একজন বিশিষ্ট এবং প্রশংসিত অভিনেতা হিসেবে কাজ করে গেছেন। তিনি তার অভিনীত চরিত্রগুলোর বৈচিত্র্য ও গভীরতার জন্য ব্যাপকভাবে সম্মানিত হন এবং নিজের দীর্ঘ কর্মজীবনে বহু পুরস্কার অর্জন করেন। এর মধ্যে অন্যতম হল, ২০০৩ সালে 'Nina's Tragedies' ছবির জন্য পাওয়া সেরা পার্শ্ব অভিনেতার ওফির পুরস্কার।
/indian-express-bangla/media/post_attachments/indiatoday/images/story/202507/alon-abutbul-291025295-16x9_0-195509.png?VersionId=rNxOOuBSsaxT42LPsxqRiQ0.BQxsITUF&size=690:388)
তার ক্যারিয়ার শুরু হয় 'The Boarding School' ও 'Bar 51'-এর মতো ইসরায়েলি চলচ্চিত্র দিয়ে, কিন্তু তার জনপ্রিয়তা বাড়ে ১৯৮৬ সালের যুদ্ধভিত্তিক ছবি 'Two Fingers from Sidon'-এ একজন তরুণ সৈনিকের চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে। কৌতুক অভিনেতা থেকে শুরু করে জটিল রাজনৈতিক ব্যক্তিত্ব- সব ধরনের ভূমিকায় তিনি সাবলীল ছিলেন।
অ্যাবাউটবুল তার দক্ষতা নিয়ে আন্তর্জাতিক স্তরে সাফল্যের মুখ দেখেন। তিনি অভিনয় করেন Rambo III, স্টিভেন স্পিলবার্গের 'Munich', রিডলি স্কটের 'Body of Lies', এবং ক্রিস্টোফার নোলানের 'The Dark Knight Rises'-এ, যেখানে তিনি একজন রাশিয়ান বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেন।