Advertisment

‘গুলদস্তা’-র ফার্স্টলুক! স্বস্তিকা, অর্পিতা ও দেবযানীর গল্প

ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন নারী চরিত্রকে- শ্রীরূপা, ডলি এবং রেণু। তিনজনের জগৎ আলাদা তবুও একই ঘেরাটোপে ঘুরে ঘুরে আসে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
GULDASTA

প্রকাশ্যে এল 'গুলদস্তা' ছবির প্রথম লুক।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অর্জুন দত্তর প্রথম ছবি অব্যক্ত। সমালোচকদের থেকে প্রশংসাই কুড়িয়েছে এই ছবি। এবারে দ্বিতীয়ের পালা। অর্জুনের পরের ছবি 'গুলদস্তা'। বেশ কিছুদিন আগেই ঘোষণা হয়েছিল এই ছবির। অবশেষে প্রকাশ্যে এল চরিত্ররা।

Advertisment

ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে তিন নারী চরিত্রকে- শ্রীরূপা, ডলি এবং রেণু। তিনজনের জগৎ আলাদা তবুও একই ঘেরাটোপে ঘুরে ঘুরে আসে তারা। জীবনের ক্রাইসিস, সম্পর্ক তাদের কোন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে নিয়ে যায় সেই কাহিনিই বলতে চলেছে ‘গুলদস্তা’।

guldasta বাঁদিকে দেবযানী, অনুভব কাঞ্জিলাল ও অভিজিত গুহ এবং ডানদিকে অনুরাধা মুখোপাধ্যায়।

আরও পড়ুন, ডিসকভারি চ্যানেলে ‘থালাইভা’! আসছে রজনীকান্তের বিশেষ এপিসোড

ছবির তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবযানী চট্টোপাধ্যায়। দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনুভব কাঞ্জিলাল (দেবযানীর ছেলের চরিত্রে) এবং অনুরাধা মুখোপাধ্যায়। আগেই শেষ হয়েছিল ছবির প্রি-প্রোডাকশনের কাজ। শুটিংও শেষ হয়ে গিয়েছে অর্জুনের 'গুলদস্তা'র। এ ছাড়াও রয়েছেন অভিজিৎ গুহ।

আগেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে স্বস্তিকার জানিয়েছিলেন, খুব বেশি অবাঙালি চরিত্রে অভিনয় করেননি তিনি। সেকারণে এই চরিত্রটার প্রতি আকৃষ্ট হয়েছেন। আর অর্পিতার সঙ্গে কাজ করতে পারার সুযোগটাও ছাড়তে চাননি। অর্পিতা বললেন, ''স্বস্তিকা মানুষ ও অভিনেত্রী, দুটি স্বত্ত্বাকেই শ্রদ্ধা করি। সুতরাং না বলাই প্রশ্নই নেই। আর অর্জুনের পরিচালনায় আগেও কাজ করেছি, তাই পরিচালকের উপর আস্থা রয়েছে।''

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Cinema arpita chatterjee Swastika Mukherjee
Advertisment