Advertisment

Shyam Benegal Last Rites: শ্যাম বেনেগাল-সত্যজিতের বন্ধুত্বের স্মৃতিচারণায় সন্দীপ রায়, শেষকৃত্যে এলেন কারা?

Shyam Benegal Furenal: ২৪ ডিসেম্বর শেষকৃত্য সম্পন্ন হল প্রবাদপ্রতিম পরিচালক শ্যম বেনেগালের। শ্রদ্ধা জানাতে এসেছিলেন নাসিরুদ্দিন থেকে বোমান ইরানি সহ আরও অনেকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shyam Benegal Passed away

পরিচালকের শেষকৃত্যে এলেন কারা?

Shyam Benegal: পদ্মশ্রী, পদ্মভূষণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী পরিচালক শ্যাম বেনেগালের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের একটা যুগের অবসান হল। ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচালকের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে সেই খবর নিশ্চিত করেছেন। মুম্বইয়ে শিবাজি পার্ক ইলেকট্রিক শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল। 

Advertisment

দুপুর ২ টো -র সময় প্রয়াত পরিচালকের দেহ সেখানে পৌঁছে গিয়েছে। শাবানা আজমি তাঁর ইনস্টা স্টোরিতে শেষকৃত্যের খুটিনাটি পোস্ট করেছিলেন। যেখানে শ্যাম বেনেগালের দুই সন্তানের সই-ও ছিল। শ্যাম বেনেগালের হাত ধরেই তো অঙ্কুর ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ হয় তাঁর। সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কারও আসে তাঁর ঝুলিতে।

সেলেব পাপারাৎজ্জিরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। চোখের জলে বিদায় জানালেন পরিচালককে। শ্যাম বেনেগালকে শ্রদ্ধা জানাতে এসেছেন বলিউড সেলেবরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও-তে নজরে এসেছেন ৯০ বছর বয়সী গুলজারও। তিনিও শ্যাম বেনেগালের শেষ যাত্রার সাক্ষী থেকেছেন। করজোড়ে বিদায় জানালেন কিংবদন্তী পরিচালককে। এছাড়াও ছিলেন নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠক, বোমান ইরানি। শ্যাম বেনেগালের মা-কে সাহস জোগাচ্ছেন অভিনেতা।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় শ্যাম বেনেগালের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে অভিনেতা জীতু কমল সহ বলি সেলেবরা। সংবাদসংস্থা PTI-কে সন্দীপ রায় বলেন, 'বাবা যখনই মুম্বই যেতেন বেনেগাল বাড়িতে নিমন্ত্রন করতেন। তারপর একসঙ্গে সিনেমার স্ক্রিনিং দেখতেন। দুজনের মধ্যে একটা দারুণ সম্পর্ক ছিল।'

সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি বেনেগালের ডকুমেন্টারির কথাও বলেন সন্দীপ রায়। তাঁর বাবাকে মানিকদা বলে ডাকতেন প্রয়াত পরিচালক শ্যাম বেনেগাল। অতীতের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সন্দীপ রায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পরিচালক শ্যাম বেনেগাল। এ ছাড়াও ছিল কিডনি সংক্রান্ত সমস্যা। তবে ৯০ তম জন্মদিনও ধুমধাম করে পালন করেছিলেন তিনি।

আরও পড়ুন: 'প্রথম ছবির প্রথম পারিশ্রমিকের চেক...', প্রয়াত পরিচালক শ্যাম বেনেগালের স্মৃতিচারণায় নাসিরুদ্দিন

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন শাহ, অভিনেতা কুলভূষণ খরবন্দা, দিব্যা দত্ত, শাবানা আজমি, শশী কপূরের ছেলে কুণাল কাপুর, অতুল তিওয়ারি ও রজিত কপূর। দীর্ঘ কয়েক দশকের পরিচালকের কেরিয়ারে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিল, কুলভূষণ খারবান্দা, গিরিশ কারনাদ, অমরিশ পুরী-র মতো বলিউড স্টারদের সঙ্গে কাজ করেছেন। 

Bollywood News bollywood movie Shyam Benegal
Advertisment