নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে ছবি 'গুমনামী'। নির্মাতারা ছবিটা তৈরির কথা ঘোষনা করার সময় থেকেই বিতর্কের সূত্রপাত। কখনও বসু পরিবারের রোষের মুখে তো কখনও আইনি নোটিস পেয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে প্রথম থেকেই সৃজিত বলে এসেছিলেন ছবিটা তিনি করবেনই। অবশেষে মুক্তি পেল 'গুমনামী'-র ট্রেলার।
একসঙ্গে বাংলা এবং হিন্দিতে প্রকাশ্যে এল ছবির ঝলক। তাইহকু বিমান দুর্ঘটনা, রাশিয়ান থিওরি ও গুমনামী থিওরি- এ-ই তিনটি সম্ভাবনাকে সম্বল করেই তৈরি সৃজিতের এই ছবি। মুখার্জী কমিশনের তথ্যে নির্ভর করেই এগিয়েছেন পরিচালক।
আরও পড়ুন, মৈনাকের খুদে গোয়েন্দার ঝলক, দেখুন ভিডিও
'গুমনামী’র লুকের জন্য বেশ ঝুঁকি নিতে হয়েছে প্রসেনজিতকে। ওজন বাড়ানো থেকে প্রস্থেটিক মেকআপ, প্রায় ঘন্টা তিনেকের পরিশ্রমের পর এই চেহারা তৈরি হয়েছে। আর এই অসাধ্য সাধন করেছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু।
ছবিতে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন অণির্বান ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তীর মতো অভিনেতারা। পুজোতেই মুক্তি পাচ্ছে এই ছবি।