গ্রাম বাংলার বুকে বাংলা ছবিই হিন্দি ছবির কারণে হল পায় না। এমনকি, খেয়াল করলে দেখা যাবে বহু বাংলা ছবিকেই হিন্দি ছবির চাপে কোণঠাসা হতে হয়। এরকম ঘটনা আগেও হয়েছে। এমনকি, অনেকসময় বাংলা ছবির শো কমিয়ে হিন্দি ছবিকে প্রাধান্য দেওয়া হয়। এবং এবার যাতে সেই সমস্যায় পড়তে না হয়, তাই আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির চেনামুখরা।
আসন্ন, ১৪ তারিখ রিলিজ করতে চলেছে ধুমকেতু। দেব-শুভশ্রীর এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। এই ছবি যে হাউস্ফুল হবে তাতে কোনও সন্দেহ নেই। সেই সঙ্গেই জানা যাচ্ছে, ছবির যাতে হল পেতে অসুবিধা না হয়, তাতেই আরও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শেষ কিছুদিনে বাংলা ভাষা নিয়ে নানা আন্দোলন শুরু হয়েছে। যে ভাষা নিয়ে আগেও লড়াই হয়েছে। যে ভাষায় এত সৃষ্টি, এত কাব্য-উপন্যাস সেই ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই, তাও আজকের দিনে দাঁড়িয়ে - খুবই হতাশার। বাংলা ছবির ক্ষেত্রেও দেখা যায়, নানা সময় যদি বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পায় তবে বাংলা ছবিকে কোণঠাসা করে দেওয়া হয়।
Vivek Agnihotri-The Bengal Files: বহু FIR, 'আমাকে কেউ থামাতে পারবে…
সামনে ধুমকেতুর সঙ্গে সঙ্গে রিলিজ করছে হৃতিক রোশন অভিনীত ওয়ার ২। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি যে বক্স অফিস কাঁপাবে একথা আশা করাই যাচ্ছে। এবং, সেই কারণে আগে থেকেই যাতে বাংলা ছবির দিকটা যাতে দেখা হয়, সেকারণেই চিঠি গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। এবং, কিছুদিন আগেই এই প্রসঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী নিজেও।
মহানায়ক সম্মানের মঞ্চে এসেই তিনি জানান বাংলা সিরিয়ালে আজকাল হিন্দি গানের মাত্রা বেড়ে গিয়েছে। এবং, টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ওয়ার ২ এর ছবির পরিবেশকদের তরফে চিঠি গিয়েছে রাজ্যের পরিবেশকদের কাছে। এবং তাঁরা জানিয়েছে ওয়ার ২ কোনও শো ভাগ করে নেবে না বাংলা ছবির সঙ্গে। স্বভাবতই এও জানা যাচ্ছে, সিঙ্গেল স্ক্রিনের চারটে শো-ই ওয়ার-২ এর জন্য চাওয়া হয়েছে। তাহলে কি ধুমকেতুর শো টাইমিং-এ বজ্রপাত?
Actor Tragic Love Life: বিদ্যুৎ বিভ্রাটে থেমে গেল প্রেমের স্বীকারোক্তি!…
এরপরেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গিয়েছে টলিউডের প্রথম সারির পরিচালক এবং প্রযোজকদের তরফে। দেব, প্রসেনজিৎ থেকে শুরু করে, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ সৃজিত এমনকি প্রযোজকদের মধ্যে নিস্পাল সিং রানে থেকে শ্রীকান্ত মোহতা, অনেকেই সেই চিঠি লিখেছেন। আগামীকাল সেই বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রসঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে, রানা সরকার এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে ফোন করলেও উত্তর মেলেনি।