'হাঙ্গামা' পাকালেন বনি-কৌশনী, তাতে ফোড়ন কাটলেন ওম-শ্রাবন্তী! কী ঘটছে টলিপাড়ায়?

টলিপাড়ায় চূড়ান্ত হাঙ্গামা

টলিপাড়ায় চূড়ান্ত হাঙ্গামা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hangama bengali movie

হাঙ্গামা আসছে

হাঙ্গামা হতে চলেছে টলিপাড়ায়। রীতিমতো তুলকালাম অবস্থা! প্রেম-রোমান্সে ভয়ঙ্কর পরিস্থিতি টলিউডের অন্দরে।

Advertisment

হাঙ্গামা হতে চলেছে সিনেদুনিয়ায়। আর সেই হাঙ্গামায় সামিল হতে চলেছেন বনি-কৌশানি এবং ওম-শ্রাবন্তী। প্রতিদিনের একঘেয়ে জীবনে একরাশ আনন্দ দিতে চলেছে এই সিনেমা। 'হাঙ্গামা ডট কমের' শুটিং শুরু আজ থেকেই। আবারও জুটি বাঁধতে চলেছেন তাঁরা। কেমন হতে চলেছে সিনেমার প্লট? কথায় বলে জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। যদিও বা এই সিনেমায় প্রেমই আসল আকর্ষণ।

publive-image
Advertisment

আরও পড়ুন < এলন মাস্ক Twitter ‘বস’ হতেই খুশিতে ডগমগ, আশায় বুক বাঁধছেন ‘বিতাড়িত’ কঙ্গনা >

দুই পরিবারের ভালবাসার মানুষের গল্প বুনবে এই ছবি। প্রেম করতে গেলে কতকিছুই না ফেস করতে হয়। কিন্তু তারপরেও ভালবাসাটাই আসল। ছবিতে দুই হিরো, ওম এবং বনি। একে অপরের বোনকে ভালবাসেন। যেই চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং বনি। দিকে তাঁদের পরিবারের মধ্যে মন কষাকষি শুধু নয় বরং এঁকে অপরকে সহ্য করাও তাঁদের পক্ষে দুস্কর। সেই জায়গায় কিনা বাড়ির ছেলেমেয়েদের মধ্যে প্রেম? ভাবনাও অতীত। এখন কী ধরনের চ্যালেঞ্জের তাঁরা মুখোমুখি হন, এটাই দেখার।

প্রেমে বাঁধা আসবে না তা আবার হয়? তবে তাঁকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পথে থাকবে বাঁধভাঙা আনন্দ, সেই নিয়েই এই ছবি। অন্যান্য ভুমিকায় দেখা যাবে, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, লাবনী সরকারদের।

Koushani Mukherjee Shrabanti Chatterjee Bonny Sengupta Entertainment News