Hansika Motwani: ৩ বছরেই দাম্পত্যে অনীহা? ভাঙছে নায়িকার সংসার?

Hansika Motwani: বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন এখন সাংঘাতিক। এবং, খেয়াল করলে দেখা যাবে, এই গায়িকার ডেস্টিনেশন ওয়েডিং দারুণ নজরে এসেছিল। তাঁরাই নাকি আলাদা হচ্ছেন?

Hansika Motwani: বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন এখন সাংঘাতিক। এবং, খেয়াল করলে দেখা যাবে, এই গায়িকার ডেস্টিনেশন ওয়েডিং দারুণ নজরে এসেছিল। তাঁরাই নাকি আলাদা হচ্ছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hansika

সংসার ভাংছে তারকার?

তার বিয়ে নিয়ে বীভৎস চর্চা হয়েছিল। শিরোনামে এসেছিলেন এই কারণে, তিনি নাকি তার প্রিয় বান্ধবীর এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিলেন। সেই ড্রিম ওয়েডিং প্রসঙ্গে এখনো প্রচুর মানুষই জানেন। এদিকে তিন বছর পার হতে না হতেই, নায়িকার নাকি বিচ্ছেদ হতে চলেছে? বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন এখন সাংঘাতিক। এবং, খেয়াল করলে দেখা যাবে, এই গায়িকার ডেস্টিনেশন ওয়েডিং দারুণ নজরে এসেছিল। তাঁরাই নাকি আলাদা হচ্ছেন?

Advertisment

প্রসঙ্গে হানসিকা মোতওয়ানি এবং তাঁর স্বামী সোহেল খাতুরিয়া। ২০২২ সালে, তাঁরা বিয়ে করেন। এবং, অনেকেই দাবি করছেন তাঁরা দুজন নাকি আলাদা থাকছেন। এমনকি, এও জানা যাচ্ছে নায়িকা নাকি তাঁর মায়ের সঙ্গে থাকছেন। এবং তাঁর স্বামী থাকছেন তাঁর বাবা মায়ের সঙ্গে। এবং প্রথম দিন যেদিন থেকে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এসেছিল, সেদিন থেকেই বারবার হানসিকা বাঁকা চোখের কবলে পড়েছিলেন। কারণ, তাঁর প্রিয় বন্ধুর প্রাক্তনকে তিনি বিয়ে করেই আলোচনার পাত্রী হয়ে উঠেছিলেন। সত্যিই সেই সংসার ভাঙনের মুখে?

কী জানাচ্ছেন নায়িকার স্বামী?

নায়িকার স্বামী সোজাসুজি বলেছেন, এসমস্ত ঘটনা নাকি একেবারেই মিথ্যে। এহেন অভিযোগের ভিত্তি নেই বলেই দাবি করেছেন হানসিকার বর। তিনি সোজাসুজি বললেন, এই সমস্ত খবর একদম ভুয়ো এবং মিথ্যে। যদিও বা গায়িকার তরফ থেকে কোন রকমের কোন মন্তব্য শোনা যায়নি। তাহলে কি সত্যিই ভাঙছে তাদের সংসার? নাকি এর আড়ালে কোনো সত্যতা নেই? যদিও আবার সোহেল কিছু ক্লারিফাই করেননি। আদৌ এসমস্ত ঘটনা তাঁকে ভাবাচ্ছে কিনা, সেই নিয়েও তিনি কিছু বলেননি।

Advertisment

Entertainment: ট্রেনের নীচে কাটা পড়ছিলেন, অভিনেত্রীকে প্রাণে বাঁচাতে গিয়ে যা করলেন অভিনেতা...

যদিও বা একথা অজানা নয় যে তাঁদের বিয়ের পর বহুবার তাঁরা একসঙ্গে নানা রিয়ালিটি শোয়ে এসেছেন। এবং সেখানে তাঁদেরকে বেশ লাভি ডাভি অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু, আদৌ তাঁরা আলাদা হচ্ছেন কিনা, সেটা কিন্তু এখনো অজানা। তাহলে কেন দর্শকরা বার বার মনে করছেন তারা আলাদা হচ্ছেন? মাঝেমধ্যেই নানান ধরনের পোস্ট করতেন তারা সোশ্যাল মিডিয়ায়? কিন্তু বর্তমানে খেয়াল করলে দেখা যাবে, বেশ কিছুদিন ধরেই তারা ছবি পোস্ট করেননি। এ কথা অনেকেই জানেন বিয়ের পরে হানসিকা, তাঁর শ্বশুর বাড়িতে সকলের সঙ্গেই থাকতেন। এবং, রিপোর্ট মোতাবেক, জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে থাকা নিয়ে দুজনের মধ্যে সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে।

bollywood actress Bollywood Actor Entertainment News Today Entertainment News