হংসিকা মোতওয়ানে, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে জনপ্রিয়। এবার তিনি হাফ সেঞ্চুরি করলেন সিনেমার দুনিয়ায়। ৫০ তম ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন তিনি। সাধারণত পাশের বাড়ির মেয়ের চরিত্রেই দেখা যায় হংসিকাকে। এবার নারীকেন্দ্রিক ছবি মাহা-তে অভিনয় করছেন তিনি। ছবির চিত্রনাট্যকার ও পরিচালক ইউআর জামীল। সাসপেন্স থ্রিলার এই ছবিতে হংসিকা ছাড়াও রয়েছেন করুনাকরণ ও থাম্বি রামাইয়া।
যদিও ছবির প্রধান পুরুষ চরিত্রের নাম ঘোষনা করেননি নির্মাতারা। সূত্রের খবর, অন্য কোন ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা ছবিতে ভিলেনের ভূমিকায় থাকতে পারেন। মাহার সঙ্গীতপরিচালক এম ঘিব্রান। এটা তারও ২৫তম ছবি। জনপ্রিয় গীতিকারপ মাধন কারকের সঙ্গেও কাজ করেছেন। ছবির বেশির ভাগটাই শুটিং হবে চেন্নাইতে। কিছুটা অংশের শুট হবে মাদুরাই ও ইউরোপ।
আরও পড়ুন, হীরের ব্যবসায়ী খুনের মামলায় জেরা অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যকে
গুলেবাঘাবলি ছবিতে প্রভুদেবার বিপরীতে শেষ কাজ করেছেন তিনি। মালয়ালম ইন্ডাস্ট্রিতে নেগেটিভ চরিত্রে ডেবিউ করেছিলেন হংসিকা, সেই ছবিতে মোহনলালও ছিলেন। তবে ছোটবেলায় বলিউডে বেশ করেকটা কাজ করেছেন হংসিকা মোতওয়ানে।
Read the full story in English