/indian-express-bangla/media/media_files/2025/10/27/chandan-2025-10-27-17-05-20.jpg)
যা বললেন তিনি...
SIR-Chandan Sen: SIR - সারা দেশজুড়ে ভুয়ো ভোটারদের শনাক্ত করা এবং সহজ ভাষায় বাংলাদেশ থেকে যে মুসলিম ভোটাররা এসেছেন, সঙ্গে মৃত ভোটারদের নির্দিষ্ট করে তাঁদের বাতিল করে দেওয়াটাই এর আসল উদ্দেশ্য। এবং এই ঘটনার চক্করে সত্যিই কি ভুয়ো ভোটারদের শুধু বাদ দেওয়া হয়েছে? নাকি...
শাসকদলের তরফে যা অভিযোগ, তাঁদের অথেনটিক ভোটারদের নাকি বাদ দিয়ে দেওয়ার সম্ভাবনা চলছে। কিন্তু আসলেই কি তাই? এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যেই চন্দন সেনকে জিজ্ঞেস করা হল, তিনি কী বললেন? তিনি তথাকথিত বাম ঘরানার মানুষ। লাল ঘেঁষা। তিনি যা যা বললেন, তাতে একটা কথা পরিষ্কার, এই SIR কেবল বাম ভোটারদের উৎখাত করতেই করা হয়েছে।
Bengali Cinema: বড়দিনে 'প্রজাপতি ২ সহ বড় ২ রিলিজ, জানুন কারা থাকছেন প্রতিযোগিতায়..
চন্দন সেন কী বলছেন?
ব্যক্তিগত ক্ষেত্রে যা চলছে। একেকটা ভোটার বাদ দিলে ৮০ টাকা করে পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু প্রমাণিত। সেভাবেই নাম বাদ যাচ্ছে। এবং যারা দলিত - মুসলমান - বিশেষ করে যারা বাম সমর্থক, তাঁদের নাম বেশি করে বাদ যাচ্ছে। এটা প্রমাণিত সত্য। চোখের সামনে দেখতে পাচ্ছি। এটাকে খুব একটা গণতান্ত্রিক বলে মনে করছি না। সারা দেশজুড়ে এটা NRC এর একটা অংশ হিসেবে কাজ করছে। যেটা ওরা আগে করতে পারেনি, সেটাই করছে। আমার নিজের মনে হচ্ছে এটা বিরাট গন্ডগোল। এগুলো প্রমাণিত না হলে আমি অন্যরকম ভাবে বিষয়টা মানতে পারতাম। প্রায় ২৮ লাখ ভোটার বাদ গেছিল ২০০৬ সালের আগে। তারপরেও বাম সরকার আসে। কিন্তু, এখন যেটা হচ্ছে, সেটা পুরোটাই পরিকল্পিত।
Hrithik Roshan-Jackie Chan: ভাঙা হাড়-ই অনুপ্রেরণা? আইডল-কে পাশে পেয়েই গড়গড় করে সত্যি কথা বলে দিলেন হৃতিক!
শাসকদলের অভিযোগ কী?
তাঁরা তো সবরকমের কথা বলবে। কারণ তারা ঘটাচ্ছে সবটা। সোজাসাপটা ভাষায়, বিজেপিকে এখানে রাখা হয়েছে, যাতে বাম কংগ্রেস জোটকে আটকানো যায়। এবার যদি কোনক্রমে পশ্চিমবাংলায় মানুষ ২০২৬ এ যদি নিজের ছলেও ভোট দেয় CPIM কে। যেটা মদন মিত্র মজা করে বলেছেন আর কি। তাহলে দল হিসেবে উঠে আসার কথা। কিন্তু তৃণমূল বিজেপি সেটা করতে দেবে না। কারণ, সহজ কথা বিজেপির এখানে সরকার করার কোনও ইচ্ছে নেই। নাহলে অমিত মালব্য কোনোদিন বাংলা ভাষাকে নিয়ে এহেন কথা বলতে পারতেন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us