Hasan Masud Health: এখনই বাড়ি ফেরা সম্ভব নয়, গুরুতর অসুস্থ হাসান মাসুদ, হাসপাতালে চলছে নিবিড় পর্যবেক্ষণ

হাসান মাসুদ একসময় নাটক জগতে ধারাবাহিকভাবে জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন, পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কমে গেলেও...

হাসান মাসুদ একসময় নাটক জগতে ধারাবাহিকভাবে জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন, পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কমে গেলেও...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cx0deij6

কী হয়েছে তাঁর...

Hassan Masud Health: অভিনেতা হাসান মাসুদকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আরও অন্তত এক সপ্তাহ থাকতে হবে, এমনটাই জানিয়েছেন তাঁর স্ত্রী সানজিদা শিমুল। গত সোমবার রাতে তীব্র মাথাব্যথা ও খিঁচুনির কারণে, প্রথমে ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

Advertisment

চিকিৎসকদের প্রাথমিক অভিমত

হাসপাতালের সূত্রে জানা গেছে, তীব্র মাথাব্যথা ও খিঁচুনি নিয়েই তিনি জরুরি বিভাগে  ভর্তি হন। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ডা. আশীষ কুমার চক্রবর্তী গতকাল জানান, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক এবং মাইল্ড হার্ট অ্যাটাক–এর শিকার হয়েছেন। এখন নিউরোলজি, কার্ডিয়োলজি ও সিসিইউ–র বিশেষজ্ঞদের যৌথ তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।

Virat Kohli: স্টিম রাইসের দাম এত! সিনে-কিংবদন্তির বাড়িকে নিজের হোটেলে রুপান্তরিত করলেন বিরাট? জানলে অবাক হবে...

Advertisment

বর্তমান শারীরিক অবস্থা

হাসপাতালে থেকে সানজিদা শিমুল সেদেশের সংবাদমাধ্যমে বলেন, "শারীরিক অবস্থার এখন কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। তাঁরা বলেছেন, এটা পুরোপুরি স্ট্রোক নয়। কিছু রক্তজনিত সমস্যা সহ কয়েকটি জটিলতা পাওয়া গেছে, সেগুলোরই চিকিৎসা চলছে।" 

তিনি আরও জানান, আপাতত বাসায় ফেরার মতো অবস্থা হয়নি। “চিকিৎসকেরা এখনই বাসায় ফেরার অনুমতি দিচ্ছেন না। অন্তত ৭–৮ দিন পর্যবেক্ষণে থাকতে হবে, এরপর সিদ্ধান্ত জানাবেন তাঁরা।”

‘ব্যান্ডিট কুইন', কীভাবে এই ছবি বলিউডকে পাল্টে দেয় জানেন?

হাসান মাসুদ একসময় নাটক জগতে ধারাবাহিকভাবে জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন, পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তাঁর উপস্থিতি কমে গেলেও, নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’ দিয়ে তিনি আবার অভিনয়ে ফিরছেন। আশা করা হচ্ছে দ্রুত সুস্থ হয়ে দর্শকদের সামনে ফিরে আসবেন এই প্রিয় অভিনেতা।

bangladeshi actor Entertainment News Today Bangladesh