/indian-express-bangla/media/media_files/2025/10/30/seema-2025-10-30-11-57-35.jpg)
তাঁর এই জীবনী ভারতীয় ছবিতে...
Bandit Queen-Phoolan Devi: প্রতিশোধ- এ এক এমন গভীর শব্দ, যা বিস্ফোরক! যা মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে, যা বহু সিনেমার প্রাণ। কিন্তু যখন এই প্রতিশোধ কোনও কল্পনা থেকে নয়, বরং, বাস্তব জীবনের এমন এক নারীর গল্পে জন্ম নেয়, যিনি অসহ্য নির্যাতনের পর বন্দুক হাতে তুলে নিয়ে, অত্যাচারীদের শাস্তি দিয়েছিলেন- তখন সেই গল্প হয়ে ওঠে ইতিহাস। তিনি ফুলন দেবী, যাঁর অবিশ্বাস্য জীবন কাহিনি থেকেই জন্ম নিয়েছিল শেখর কাপুরের ক্রান্তিকালীন সিনেমা 'ব্যান্ডিট কুইন'। এই ছবিই ভারতীয় সিনেমায় কাঁচা বাস্তবতা ও নির্মম সত্যের নতুন পরিভাষা তৈরি করে, আর এই ছবির কারণেই, মনোজ বাজপেয়ী, গজরাজ রাও ও সৌরভ শুক্লার মতো অভিনেতাদের অভিনয় জীবন শুরু হয়।
ফুলন দেবী : বাস্তব জীবনের ‘ব্যান্ডিট কুইন’
উত্তরপ্রদেশের ঘুরা কা পুরওয়া গ্রামে ১৯৬৩ সালে জন্ম নেওয়া ফুলনের ছোটবেলা থেকেই ছিল বর্ণবৈষম্য ও নির্যাতনের ছাপ। অল্প বয়সে বয়সে একাধিকবার শোষণ ও ধর্ষণের শিকার হন। প্রথমে স্বামীর বাড়িতে, পরে গ্রামের উচ্চবর্ণের ঠাকুরদের হাতে। ডাকাতদের দ্বারা অপহৃত হওয়ার পরও চালিয়ে যান নির্যাতনের শিকার হওয়া দিনগুলো।
কিন্তু ফুলন ছিলেন না নিছক ভুক্তভোগী। সহযোদ্ধার সহায়তায় তিনি বন্দুক হাতে তুলে নেন, গ্যাং তৈরি করেন এবং পরিকল্পিত প্রতিশোধ নেন। এরই পরিণতি- বেহমাই গণহত্যা। যেখানে তাঁর ওপর অত্যাচার করা ব্যক্তিদের সঙ্গে মোট ২২ জন উচ্চবর্ণের মানুষ মারা যান। ১৯৮৩ সালে আত্মসমর্পণের পর তাঁর বিরুদ্ধে আনা হয় ৪৮টি অভিযোগ। ১১ বছর কারাবাসের পর ১৯৯৪ সালে মুক্তি পান, রাজনীতিতে যোগ দেন এবং পরপর দু’বার লোকসভা সদস্য হন। তবে ২০০১ সালে দিল্লিতে আততায়ীর হাতে নিহত হয়ে তাঁর ঝড়ো জীবন থেমে যায়।
সিনেমায় ফুলন ও শেখর কাপুরের সিদ্ধান্ত
মালা সেনের বই ইন্ডিয়াজ ব্যান্ডিট কুইন অবলম্বনে তৈরি হয় ছবিটি। প্রথমে প্রস্তাব শুনে ‘না’ বলেছিলেন শেখর কাপুর, কারণ তিনি তখন অন্য প্রজেক্টে ব্যস্ত ছিলেন। কিন্তু পরে ভাবেন- স্টারকাস্টের চাপ ছাড়া বাস্তব গল্প বলার এটাই সুযোগ, এবং মাত্র কয়েক মাসে কাজ শেষ করার প্রতিজ্ঞায় গ্রহণ করেন ছবিটি।
Chanchal Chowdhury Top 5 Dramas: চঞ্চল চৌধুরীর এই ৫টি নাটক, দেখলে হাসতে হাসতে পেট ফেটে যাবে...
ব্যান্ডিট কুইন মুক্তির পর তিনটি জাতীয় পুরস্কার, কান ও এডিনবার্গ উৎসবে সিনেমার প্রিমিয়ার- আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের শক্তি প্রমাণ করে। যদিও অস্কার মনোনয়ন পায়নি এই ছবি। তবে এই সিনেমাই শেখর কাপুরকে নিয়ে যায় Elizabeth–এর পথে, যা তাঁকে বিশ্ব সিনেমায় প্রতিষ্ঠা করে।
নতুন তারকার জন্ম
এই সিনেমা ভারতীয় সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বেশ কিছু অভিনেতার। সীমা বিশ্বাস, যিনি থিয়েটারের মঞ্চে শেখর কাপুরের নজর আকর্ষণ করেছিলেন তিনি হয়ে ওঠেন পর্দার ব্যান্ডিট কুইন। তিগমাংশু ধুলিয়ার কাস্টিং চয়েসে, উঠে আসেন মনোজ বাজপেয়ী, গজরাজ রাও ও সৌরভ শুক্লা। থিয়েটারের মঞ্চ ছেড়ে তাঁরা প্রথমবার বড় পর্দায় নিজেদের শক্ত উপস্থিতি জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us