/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-10-24-15.jpg)
জয়ার মতোই হেমা!
Hema Malini Selfie: প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ যেমন কেউ হাতছাড়া করতে চায় না, ঠিক তেমনই মুঠোফোনে একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চায় ভক্তরা। রূপোলি দুনিয়ার তারকারা অনুরাগীদের সেই ইচ্ছে পূরণ করেন। অনেক সময় আবার উলটো ঘটনাও ঘটে। ঠিক যেমনটা ঘটালেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনি। আর সেই জন্য সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলড হলেন এই প্রবীণ অভিনেত্রী। তাঁর সঙ্গে তুলনা করা হল আরও এক বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের। তিনি তো সেলেব প্যাপ হোক বা ভক্ত কাউকেই ছবি তোলার অনুমতি দেন না। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় তাঁর রাগান্বিত মুখ।
প্রবীণ অভিনেত্রী ও বিজেপি সাংসদ হেমা মালিনী সম্প্রতি উত্তর প্রদেশে এক নবরাত্রি অনুষ্ঠানে যোগ দেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হযওয়ার পর তাঁর উপস্থিতি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। যেখানে দেখা যায় তিনি এক ভক্তের সেলফি তোলার অনুরোধ উপেক্ষা করছেন। এই বিষয়টি মোটেই ভাল নজরে দেখেনি নেটিজেনরা। ভক্তের আবদার অবজ্ঞা করতেই দ্বিধাবিভক্ত নেটভুবন। কেউ তাঁকে অহংকারী বলে দাগিয়ে দিয়েছেন তো কেউ আবার অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তুলনা করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে ঠিক কী দেখা যাচ্ছে? অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমা মালিনী। এক মহিলা ভক্ত ফোন হাতে নিয়ে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে অনুরোধ করেন। হেমা কয়েক মুহূর্ত ফোনের দিকে তাকালেও দ্রুত মুখ ফিরিয়ে নেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঝড়। এক নেটিজেন মন্তব্য করেন, 'যদি হেমা মালিনীর ভক্তদের সঙ্গে ছবি তোলায় এত সমস্যা তবে তিনি জনসম্মুখে অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেন কেন?'
অপর এক নেটিজেনের বক্তব্য, 'এত অহংকার কেন?' 'জয়া বচ্চনের কপি' বলেও কটাক্ষ করেন এক সমালোচক। এক নেটনাগরিকের প্রশ্ন, 'যদি এমন আচরণই করতে হয় তবে যাওয়ার দরকারই বা কী ছিল?' অনেকে আবার হেমার পক্ষেও সাফাই দিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, 'ছবি বা ভিডিও তোলার আগে অনুমতি চাওয়া উচিত, না হলে এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক।'
আরও পড়ুন 'এটা আমার সৌভাগ্য', মৌনী অমবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানের পর আবেগপ্রবণ হেমা
একই সুরে অপর একজন বলছেন , 'ছবি তোলার কিছু শিষ্টাচার আছে। আগে জিজ্ঞাসা করুন অন্য ব্যক্তি স্বাচ্ছন্দ্যবোধ করছেন কি না।' লাস্ট বাট নট ইন লিস্ট, অভিনেত্রী সুনীতা রাজওয়াড়ও হেমা মালিনীর পক্ষে কথা বলেছেন। তাঁর মতে, 'মানুষ এমন অসম্মানজনকভাবে ছবি তুলতে চায় কেন? একজন অভিনেতাও তো আপনার মতো মানুষ। নিজের মর্যাদা নষ্ট করবেন না।'
আরও পড়ুন ইসলাম ধর্ম গ্রহণেই বিপত্তি! জগন্নাথ মন্দিরে হেমার প্রবেশে ধর্মীয় ভাবাবেগে আঘাত, থানায় অভিযোগ দায়ের