Candidate For Bigg Boss: ৩০-শে আগস্ট হবে বড় পর্দাফাঁস, প্রতিযোগী তালিকায় বড় চমক! বিগ বস না সিনেমা?

Bigg Boss: এবারের শোয়ের প্রস্তুতি যেন একটি রহস্য উপন্যাসের মতো! একের পর এক নাম ভেসে আসছে। কেউ বলছেন 'হ্যাঁ', কেউ বলছেন 'না', আবার কেউ নিঃশব্দে রহস্য ঘনীভূত করে চলেছেন।

Bigg Boss: এবারের শোয়ের প্রস্তুতি যেন একটি রহস্য উপন্যাসের মতো! একের পর এক নাম ভেসে আসছে। কেউ বলছেন 'হ্যাঁ', কেউ বলছেন 'না', আবার কেউ নিঃশব্দে রহস্য ঘনীভূত করে চলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bigg boss 18 finale

উত্তেজনা তুঙ্গে এবারের পর্ব নিয়ে... Photograph: (ফাইল চিত্র)

২০২৫ সালে আবারও উত্তাল হতে চলেছে বিনোদন দুনিয়া। কারণ, ৩০ আগস্ট আসছে সেই প্রতীক্ষিত রিয়েলিটি শো-‘বিগ বস ১৯’। এই সিজনের মেয়াদ এবার পাঁচ মাস। আবারও ক্যামেরা আর কনফেশন রুমের উত্তেজনাপূর্ণ রাজ্যে প্রবেশ করতে চলেছেন দর্শকরা। তবে এবারের শোয়ের প্রস্তুতি যেন একটি রহস্য উপন্যাসের মতো! একের পর এক নাম ভেসে আসছে। কেউ বলছেন 'হ্যাঁ', কেউ বলছেন 'না', আবার কেউ নিঃশব্দে রহস্য ঘনীভূত করে চলেছেন।
 
কারা থাকছেন এবারের প্রতিযোগীঃ 

Advertisment

এক সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ার অলিতে গলিতে শোনা গেল, গৌরব খান্না থাকছেন, ভাবিকা শর্মাও থাকছেন। এরপর একে একে নাম শোনা গেল- চিত্রিনী ধ্যানী, করণ সিং গ্রোভার, শ্রদ্ধা আর্য, শ্রীরাম চন্দ্র, ধনশ্রী ভার্মা, রিম শেখ, লক্ষণ চৌধুরী, হুনার হালি, খুশি মুখোপাধ্যায়, আরশিফা খান, এমনকি মাদালসা শর্মাও। তবে আরও বেশ কিছু নাম নিয়ে গুজব ছড়িয়েছে। সেই তালিকায় রয়েছেন, ধীরজ ধুপার, কণিকা মান, মিস্টার ফাইসু, ফ্লাইং বিস্ট (গৌরব তানেজা), অপূর্ব মুখিজা, ডেইজি শাহ। 

Bollywood: মুসলিম মাকে কোনওদিন মর্যাদা দেননি বাবা! যন্ত্রণায় পূর্ণ এই পরিচালক বহুবার জড়িয়েছেন বিতর্কে..

Advertisment

কে কে না বললেন এই শোয়েঃ 

অনেকেই এই শোতে থাকতে নারাজ। তাই তাঁরা না বলে দিয়েছেন। বেশ কিছু নাম প্রকাশ্যে এসেছে। যেমন? অনিতা হাসানন্দানি ও কৃষ্ণা শ্রফ, যাঁদের নাম শুরু থেকেই ভেসে উঠেছিল, স্পষ্ট জানিয়ে দিলেন—তাঁরা শোতে নেই। কারণ? তাঁরা ব্যস্ত জি টিভির নতুন রিয়েলিটি শো ‘চোরিয়াঁ চলি গাঁও’-এর শুটিংয়ে, যা চলবে আড়াই মাস। মুনমুন দত্ত, যাঁর ‘তারক মেহতা কা উল্টা চশমা’ থেকে বেরিয়ে আসার গুজবও শোনা গিয়েছিল, তিনিও অংশ নিচ্ছেন না। রাম কাপুর, গৌতমী কাপুর, পূরব ঝা, রাজ কুন্দ্রা, লতা সাবেরওয়াল, লুলিয়া ভান্তুর, মমতা কুলকার্নি, শরদ মালহোত্রা, জান্নাত জুবেইর ও সময় রায়না—তাঁরাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের বিগ বসে তাঁরা নেই।   

হোস্টদের নিয়েও টানাপোড়েনঃ 

শুধু প্রতিযোগীর নাম নয়, হোস্টের নাম নিয়েও চলছে চমকপ্রদ আলোচনা।
প্রথম তিন মাসে সলমন খান থাকবেন, এ কথা নিশ্চিত। তবে শেষের দিকে নাকি তাঁর জায়গা নিতে পারেন—ফারাহ খান, করণ জোহর বা অনিল কাপুর! তবে প্রশ্ন একটা রয়েই গেল—শেষ পর্যন্ত কে কে আসবেন এই ঘরে?  কাদের মধ্যে টাগ অফ ওয়ার দেখা যাবে? কে হবেন সেই অপ্রত্যাশিত ‘গেম চেঞ্জার’? ৩০ আগস্ট, যখন পর্দা উঠবে ‘বিগ বস ১৯’-এর, তখনই জানা যাবে এই গল্পের আসল চরিত্র কারা।

Bigg Boss Bigg Boss OTT