Advertisment

Hina Khan: বালির মাঝে বসে গলা ছেড়ে গান! হিনার সুরেলা কণ্ঠের প্রশংসায় ভক্তরা, দেখুন ভিডিও

Hina Khan song: বিলার মাঝে বসে সুরেলা কণ্ঠে গান গাইলেন হিনা। তাঁর গান শুনে মুগ্ধ অনুরাগীরা। ভিডিও শেয়ার করতেই হিনার দ্রুত আরোগ্য কামনা করলেন ভক্তরা।

author-image
Kasturi Kundu
New Update
Hina Khan gets a wig made from her real hair

বালির মাঝে বসে গলা ছেড়ে গান হিনার

Hina Khan song Video: হিনা খান, মুম্বই ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। বেশ কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। এরপর কসৌটি জিন্দেগী কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন।

Advertisment

রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন।  স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে হিনাকে। মিউজিক ভিডিয়োতেও জুড়ি মেলা ভার হিনার। এবার মরুভূমিতে বালির মধ্যে বসে গান গাইলেন হিনা। ভিডিও শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা। অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

গায়ে জড়ানো শল, মাথায় কালো রঙের উলের টুপি। আর কণ্ঠে, 'বড়ে আচ্ছে লগতে হ্যায়'। হিনার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ ভক্তরা। গান শুনে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। স্তন ক্যানসারের তৃতীয় স্টেজের সঙ্গে লড়াই করছেন হিনা। তাঁর এই লড়াকু ইমেজকে কুর্নিশ জানায় প্রত্যেকে।

Advertisment

ক্যানসারের চিকিৎসা চলাকালীনই কাজে যোগ দিয়েছেন হিনা। কিছুদিন আগে মালদ্বীপে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো ভাগ করে নেন হিনা। লেটেস্ট ভিডিও দেখে ভক্তদের অনুমান, হিনা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। 

বালির মধ্যে হিনার  'বড়ে আচ্ছে লগতে হ্যায়' গান ঝড়ের গতিতে ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিও দেখে অনুমান, দুবাইয়ের বাড়িতে রয়এছেন হিনা। সেখান থেকেই ভিডিওটি পোস্ট করেছেন ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায় খ্যাত অভিনেত্রী।

প্রসঙ্গত, গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন টেলি অভিনেত্রী হিনা খান। একজন অভিনেত্রীর কাছে এটি নিঃসন্দেহে দারুণ খবর। কর্মক্ষেত্রে এটা একটি অ্যাচিভমেন্ট। কিন্তু, হিনার কাছে এটা সেইরকম কোনও বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার নয় বা বিরাট প্রাপ্তিও নয়। তাঁর মতে, তিনি ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত বলেই গুগল সার্চে প্রথম ১০-এর তালিকায় রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে হিনা জানিয়েছেন, তিনি যদি ক্যানসার আক্রান্ত না হতে তাহলে এই তালিকায় হয়তো তাঁর নাম থাকত না। সেই সঙ্গে আরও লিখেছেন, শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কাউকে যেন কোনওদিন এভাবে গুগল সার্চে প্রথম ১০-এ থাকতে না হয়। 

Hindi Film Hindi Song Hindi Television hina khan
Advertisment