/indian-express-bangla/media/media_files/2025/06/23/anupama-set-fire-incident-2025-06-23-10-08-55.jpg)
পুড়ে ছাই 'অনুপমা'-র শুটিং সেট
Hindi Serial Anupamaa: বিভিন্ন সময় শুটিং সেটে ঘটে যাওয়া একাধিক ঘটনার খবর উঠে আসে পেজ ৩-এর খবরে। কখনও স্টার কাস্টের আহত হওয়ার খবর তো কখনও আবার ঘটে যায় মারাত্মক কোনও অঘটন। যার জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ার মতোও পরিস্থিতি তৈরি হয়। সপ্তাহের ব্যস্ততম দিন অর্থাৎ সোমবার সেই রকম এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পপুলার হিন্দি ধারাবাহিক অনুপমা-র সেটে। সোমবার ভোর পাঁচটায় মুম্বইয়ের গুরগাঁওতে অনুপমার সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ্যে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও কাজ অব্যাহত। কী কারণে ভোরবেলা আচমকতা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই বিষয়টা এখনও জানা যায়নি। অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেই সঙ্গে ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও জানানো হয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুটিং সেট একেবারে পুড়ে ছাড়খার। সকাল সাত টায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। ঠিক তার দু'ঘণ্টা আগেই ঘটে যায় এই মারাত্মক দুর্ঘটনা। আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে মুহূর্তে সেটে আগুন লেগেছে তখন শুটিংয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। ফলস্বরূপ অনুপমার সেটে তথন বেশ কিছু কর্মী ও ক্রিউ মেম্বার উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকেই নিরাপদ আছেন বলেই জানা যাচ্ছে। অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুরেশ শ্যামলাল গুপ্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, 'ভয়াবহ অগ্নিকাণ্ডে অনুপমার শুটিং সেট পুরো ভস্মিভূত হয়ে গিয়েছে। তবে ওই সেট সংলগ্ন বাকি শুটিং সেটে আগুন ছড়ায়নি। নাহলে আরও বড় বিপদ ঘটতে পারত। সেই সঙ্গে ক্ষয়ক্ষতির সম্ভবনাও বেড়ে যেত।'
আরও পড়ুন 'আমাদেরও ওই বিমানে...', কেদারনাথ দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা মির্জাপুর খ্যাত অভিনেত্রীর
Massive Fire Breaks Out on the Set of ‘Anupamaa’ in Mumbai’s Film City – AICWA Demands High-Level Investigation and Accountability
— All Indian Cine Workers Association (@AICWAOfficial) June 23, 2025
Mumbai, 23rd June 2025 – A major fire broke out early this morning at 5:00 AM on the set of the popular television serial Anupamaa in Film City,… pic.twitter.com/KjxXGyM9mn
এই পোস্টের মাধ্যমে সুরেশ শ্যামলাল গুপ্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিশকে ঘটনার উচ্চ-স্তরের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুম্বইয়ের লেবর কমিশনার ও ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টরকে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা করেছেন। AICWA-এর মতে, প্রযোজকরা যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা মেনে চলেন না। যার ফলে সেটে সদস্যদের এই রকম মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়। এছাড়াও অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন বা AICWA-এর তরফে দাবি করা হয়েছে, প্রযোজক, প্রযোজনা সংস্থা, দ্য টেলিভিশন নেটওয়ার্ক, ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর ও লেবর কমিশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
আরও পড়ুন 'কড়া আইনি পদক্ষেপ করুক রাজ্য সরকার', 'কেশরি-২'-তে ক্ষুদিরাম বিতর্কে গর্জে উঠলেন চন্দন সেন