Hoichoi Tv Plus: ওটিটি প্ল্যাটফর্মেও এবার ধারাবাহিক দেখার দুর্দান্ত সুযোগ, হইচই দর্শকমহলে

বিনোদনের নতুন দিগন্তের উন্মোচন। এবার ওটিটি প্ল্যাটফর্মেও ধারাবাহিক দেখার দারুণ সুযোগ। প্রতি সপ্তাহে নিত্য-নতুন গল্প নিয়ে আসছে হইচইয়ের নতুন সংযোজন হইচই টিভি প্লাস।

author-image
Kasturi Kundu
New Update
ewdqw

ওটিটি প্ল্যাটফর্মেও ধারাবাহিক দেখার দারুণ সুযোগ

বিনোদনের নতুন দিগন্ত

Advertisment

যত দিন যাচ্ছে বিনোদনের জগৎটাও প্রসারিত হচ্ছে। এবার থেকে আর শুধু টেলিভিশনের পর্দায় নয়, হইচই-তেও দেখা যাবে প্রতি সপ্তাহে নতুন গল্প। কারন  ধারাহিকের মতো প্রতিদিন নতুন এপিসোড বা প্রতি সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে আসবে 'হইচই টিভি প্লাস'। ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিকের নতুন স্বাদ পাবে দর্শক। 

Advertisment

নতুন জার্নির সফর সঙ্গী

শুক্রের সন্ধ্যায় এসভিএফের তিনদশক পূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থা ও হইচইয়ের তরফে একসঙ্গে ২৬ টি কনটেন্টের নাম ঘোষণার সঙ্গে 'হইচই টিভি প্লাস'-এর নতুন পথচলার সঙ্গীদের তালিকাও প্রকাশ্যে আসে। নতুন জার্নি শুরু হচ্ছে তিনটি গল্প নিয়ে। 'শাখা-প্রশাখা', 'আতঙ্ক' ও 'শ্রীরামকৃষ্ণ'। 

ঋতাভরীর লড়াইয়ের গল্প

সিঙ্গল মাদার-এর গল্প বলবে 'শাখা-প্রশাখা'। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ঋতাভরী চক্রবর্তী। মেয়ের জন্য শ্বশুরবাড়ির সঙ্গে লড়াই করে স্বামীর উত্তরাধিকার পাওয়ার কাহিনি দর্শককে কতটা আকৃষ্ট করে সেটা তো সময় বলবে। 

সদ্য বিবাহিতা নারীর আতঙ্কের কাহিনি

এই বিভাগের অন্য গল্প 'আতঙ্ক'। এক সদ্য বিবাহিতা নারীর লড়াইয়ের নেপথ্য কাহিনি পর্দায় চিত্রায়িত করেছেন স্বস্তিকা দত্ত। ভিন্ন স্বাদের চরিত্রে স্বস্তিকার অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত। এবার তাঁর লড়াইয়ের গল্প কতটা হইচই ফেলতে পারে সেটাই দেখার। 

শ্রী রামকৃষ্ণ-এর জীবনী অবলম্বনে গল্প

হইচই টিভি প্লাস'-এর নতুন পথচলার আরও এক সঙ্গী শ্রী রামকৃষ্ণ। ভিন্ন ধারার গল্প নিয়ে বিনোদনের পসরা সাজিয়েছে আসছে সে কথা বলার অবকাশই রাখছে না। এখন শুধু অপেক্ষা প্রতি সপ্তাহে হইচই টিভি প্লাস'-এ কোন কোন চমক থাকে।

 

 ২৮ ফেব্রুয়ারি হইচই-এর এই বিরাট ধামাকার পর এখন শুধু সময়ের অপেক্ষা। বাঙালি দর্শক কিন্তু, ইতিমধ্যেই হইচই টিভি প্লাসের নতুন গল্প দেখার জন্য কাউন্টডাউন শুরু করে দিয়েছে।

hoichoi Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Television Bengali Film Industry