Advertisment
Presenting Partner
Desktop GIF

চলছে ব্যোমকেশের চতুর্থ পর্বের শুটিং, দেখুন

বিধান সরণির লাহা বাড়িতে চলছিল ওয়েব সিরিজ ব্যোমকেশের শুটিং। পেছন পেছন ফ্লোরে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
byomkesh

বিধান সরণীর লাহা বাড়িতে চলছে ব্যোমকেশের চতুর্থ সিজনের শুটিং। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ

নয় নয় করে চতুর্থ সিজনে চলে এল হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ 'ব্যোমকেশ'। এবারের সিরিজ তৈরি হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'ব্যোমকেশ ও অগ্নিবাণ' গল্প নিয়ে। ব্যোমকেশের ভূমিকায় নিজেকে আগেই প্রমাণ করেছেন অর্নিবাণ ভট্টাচার্য। সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় সিরিজে অজিতের চরিত্রে রয়েছেন সুপ্রভাত। এদিন বিধান সরণির লাহা বাড়িতে চলছিল শুটিং। ফ্লোরে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরা। সেখানেই বন্দী হল কিছু মূহুর্ত।

Advertisment

publive-image পরিচালক খিলি পানে মনোনিবেশ করলেও ফুরসত নেই ব্যোমকেশ ও অজিতের। ছবি: শশী ঘোষ

publive-image ফ্লোর সাইলেন্স! শট চলছে। ছবি: শশী ঘোষ

publive-image শুটের মাঝে ব্যোমকেশের কাছে ফোটোশুটের আবদার। ছবি: শশী ঘোষ

Advertisment

আরও পড়ুন, রানি নিয়েই হয়রানি, হাজির হবুচন্দ্র রাজা-গবুচন্দ্র মন্ত্রী

publive-image শুটিংয়ের মাঝে পোজ দেওয়ার জন্য পাকড়াও অজিত। ছবি: শশী ঘোষ

publive-image মামলার ঘুঁটি সাজাচ্ছেন সত্যান্বেষী। ছবি: শশী ঘোষ

publive-image চিত্রনাট্যে মনোনিবেশ করেছেন অজিত। ছবি: শশী ঘোষ

দিন এখনও ঠিক না হলে মোটামুটি মার্চেই হইচইয়ে দেখা যাবে ব্যোমকেশের চতুর্থ পর্ব।

anirban bhattacharya hoichoi
Advertisment