scorecardresearch

আশা ভোঁসলের রেস্তরাঁয় টম ক্রুজ, চিকেন টিক্কা খেয়ে ‘তৃপ্ত’ হলিউড অভিনেতা

টম ক্রুজের ছবি শেয়ার করে কী বললেন প্রবীণ গায়িকা?

Tom Cruise, Asha Bhosle, Asha's, Asha Bhosle restaurant, bollywood, hollywood, bengali news today, আশা ভোঁসলে, টম ক্রুজ
আশা ভোঁশলের রেস্তরাঁয় টম ক্রুজ

শুটিংয়ের মাঝে খিদেয় পেট চো-চো করছিল। হঠাৎ-ই আশা ভোঁসলের (Asha Bhosle) রেস্তরাঁয় ঢু মারলেন টম ক্রুজ (Tom Cruise)। তারপর হলিউড অভিনেতা যা কাণ্ড করে বসলেন দেখে তো হতবাক রেস্তরাঁর কর্মীরা।

বলিউড তড়কার প্রশংসায় সর্বদাই পঞ্চমুখ হলিউডি তারকারা। এদেশে এসে তাঁরা যেমন ভারতীয় সংস্কৃতিতে মাতেন, আবার কবজি ডুবিয়ে দেশি খানা-পিনায় রসনা তৃপ্ত হতেও সুযোগ ছাড়েন না। পশ্চিমী দেশের তারকাদের কাছে বলিউড ইন্ডাস্ট্রি মানেই বিনোদনের আস্ত সম্ভার। একথা একাধিকবার হলিউড শিল্পীদের মুখে শোনা গিয়েছে। তবে এবার টম ক্রুজ যা করলেন, তা দেখে মুগ্ধ বলিউডের প্রবীণ গায়িকা আশা ভোঁসলে।

গত সপ্তাহান্তে আচমকাই আশার ইংল্যান্ডের (বার্মিংহাম) রেস্তরাঁয় যান হলিউডের খ্যাতনামা অভিনেতা টম ক্রুজ। আর গিয়েই সোজা ওয়েটারকে ডেকে অর্ডার করলেন ‘চিকেন টিক্কা মশালা’। শুধু তাই নয়, সেই পদে যেন একটু বেশি করেই ঝাল-মশলা পড়ে, সেই আবদারও রাখলেন। খ্যাতনামা হলিউড অভিনেতা, যিনি কিনা সর্বদা ডায়েট মেনে মেপে-জুখে খাবার খেতে অভ্যস্ত, তাঁর কাছে এমন আবদার শুনে তো ওয়েটারের ভ্রু-যুগল কপালে! এমন তারকা খদ্দেরকে তো অপেক্ষা করানো যায় না। অতঃপর তড়িঘড়ি টম ক্রুজের টেবিলে চলে এল চিকেন টিক্কা মশালা। যা খেয়ে হলিউড তারকার ডায়েট মাথায়! আবার আরেক প্লেট মশালাদার টিক্কা অর্ডার করলেন। পরপর দু’ প্লেট চিকেন টিক্কা খেয়ে তবেই তৃপ্তির ঢেকুর তুললেন টম।

[আরও পড়ুন: তালিবানি সন্ত্রাসে ভীত, আতঙ্কে আফগান ক্রিকেটারের সঙ্গে বিয়ে ভাঙছেন আরশি খান!]

‘আশাস’-এ শনিবার ২ ঘণ্টা সময় কাটান টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল সেভেন’-এর শুট চলছিল। তার মাঝেই বিরতি নিয়ে ঢুঁ মেরে আসেন ভারতীয় গায়িকার রেস্তরাঁয়। ‘আশাস’-এর ম্যানেজার নোম্যান ফারুকি জানান, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রেস্তরাঁয় আসেন টম। জানান, তিনি খাঁটি ভারতীয় খাবার খেতে চান। ওদিকে রেস্তরাঁয় তখন উপস্থিত প্রত্যক্ষদর্শীদের তো হলিউড তারকাকে দেখে মুর্চ্ছা যায় পরিস্থিতি। কিন্তু কেউ টু শব্দটি করেননি। নিজেরা নিজেদের টেবিলে বসেই খাবার খাচ্ছিলেন, কিন্তু যে-ই না টম রেস্তরাঁর বাইরে বেরলেন খাবার শেষ করে, অমনি তাঁদের উন্মাদনা দেখার মতো ছিল।

‘আশাস’ রেস্তরাঁর বাইরে বেরিয়ে টম আবদার-মাফিক ছবিও তুললেন। তবে হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রেখে। আর হলিউড তারকার সেই ছবিই শেয়ার করে আশা টুইট করেছেন- “শুনে খুব খুশি হলাম যে, টম ক্রুজ আশাস-এর খাবার খেয়ে তৃপ্ত হয়েছেন। আশা করি, খুব শিগগিরিই আবারও আসবেন আমাদের রেস্তরাঁয়।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Hollywood actor tom cruise dines at asha bhosles restaurant orders chicken tikka