/indian-express-bangla/media/media_files/2025/02/17/PE0CuQDeydZ0HhTLNKtY.jpg)
hollywood singer: পপ তারকা গুরুতর অসুস্থ, কী হল তাঁর? Photograph: (Instagram)
বন্ধ হয়ে গেল কনসার্ট, তারকাকে পেট নিয়েই দৌড়তে হল হাসপাতালে। সমাজ মাধ্যমে নিজের শরীরের অবস্থার কথা জানালেন সেই শিল্পী। এখন কেমন আছেন তিনি? কী হয়েছে তাঁর?
এখন সারা বিশ্বব্যাপী নানা তারকা কনসার্ট করে বেড়াচ্ছেন। ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন দিলজিৎ দোশাঞ্জ থেকে এপি ঢিলন অনেকেই। এছাড়া, বিদেশের বুকেও অনেক তারকা রয়েছেন, যারা নিজেদের কনসার্টের কারণে এখন বেজায় ব্যাস্ত। তাঁর মধ্যেই একজন হলেন পপ তারকা। তাঁর কনসার্ট করার কথা ছিল। কিন্তু, সম্ভব হল না, কারণ শরীর সঙ্গ দিল না।
প্রসঙ্গে, পপ শিল্পী শাকিরা। যিনি ফুটবল বিশ্বকাপ এর গান গাওয়ার জন্যই সারা বিশ্বে আরও বেশি করে জনপ্রিয়তা পেয়েছিলেন। সদ্যই শুরু হয়েছে শাকিরার Las Mujeres Ya No Lloran ট্যুর। তাঁর মধ্যেই যেন গণ্ডগোল। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি, যে কারণেই বন্ধ করা হয় শো। কী লিখছেন তিনি সমাজ মাধ্যমে?
আরও পড়ুন - Actor Death: ২৬ বছরেই সব শেষ, হার্ট অ্যাটাকে প্রাণ গেল তরুণ অভিনেতার...
পপ তারকা এই কারণে, মানসিকভাবে ভেঙে পড়েছেন। শুধু তাই নয়, হতাশার সুরে তিনি বলেন, "গতকাল রাতের জন্য আমি আশাহত। আমার অ্যাবডমেনাল ইস্যু নিয়ে, তলপেটে ব্যাথা নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। এবং বর্তমানে আমি হাসপাতালে ভর্তি আছি। আমি যে চিকিৎসকের অধীনে আছি, তিনি আমায় জানিয়ে দিয়েছেন যে শারীরিক অবস্থা এমন নয়, যে পারফর্ম করতে পারব।"
এখন কেমন আছেন তিনি?
পপ তারকার শারীরিক অবস্থা খুবই খারাপ। শাকিরা বলছেন, "আমি আশা করছি আজকে রিলিজ পাব। তারপর আপনাদের সঙ্গে দেখা হবে।" শিল্পীকে অনেকেই সুস্থ হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রার্থনা করেছেন তিনি।