লকডাউন! কীভাবে সময় কাটাচ্ছেন টলি তারকারা?

করোনার প্রকোপ রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখা ও পরিচ্ছন্ন থাকার নিদান জারি করেছে সরকার। সে সমস্ত নিয়ম মেনেই বন্ধ শুটিংও। অগত্যা হোম আইসোলেশনে প্রত্যেকে।

করোনার প্রকোপ রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখা ও পরিচ্ছন্ন থাকার নিদান জারি করেছে সরকার। সে সমস্ত নিয়ম মেনেই বন্ধ শুটিংও। অগত্যা হোম আইসোলেশনে প্রত্যেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোয়ারেন্টাইনে তারকাদের দিনযাপন। ফোটো- ফেসবুক

করোনার ত্রাসে পুরো দেশ। রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। যদিও সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশ এবং রাজ্যে জারি হয়েছে লকডাউন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের হাসপাতালগুলিতে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ডও। মোদী বলেছেন, ”মহাভারতের যুদ্ধ ছিল ১৮ দিনের। এটাও একটা যুদ্ধ, করোনাভাইরাসের সঙ্গে লড়তে ২১দিন সময় লাগবে।”

Advertisment

সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তারকারা। টলি তারকারা নিজেদের মতো করে সোশাল মিডিয়ায় সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা জারি রেখেছেন। অভিনেত্রী ও তারকা সাংসদ নুসরত জাহান এমনিতেই ভাল রান্না করেন। করোনা প্রকোপে কিছুটা অবসর সময় পেয়ে ছবি আঁকছেন তিনি। রান্নাও করছেন প্রায় নিয়মিত।প্রায় সমস্ত কাজ একা হাতে সামলাচ্ছেন। কারণ বাড়ির পরিচারিকাদের ছুটি দিয়েছেন যে।

View this post on Instagram

‪Stay Home ~ Stay Safe ????‬ ‪We shall overcome ❤️‬ #quarantine #indiafightscovid19

A post shared by Nusrat (@nusratchirps) on

Advertisment

আরও পড়ুন, খুব সুখে নেই টেলিপাড়ার অন্দর, ঠিক কী কী দুশ্চিন্তা দানা বাঁধছে

পরিচালক রাজ চক্রবতী এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ির যাবতীয় কাজ ভাগ করে নিয়েছেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সচরাচর রান্নাঘরে ঢুকতে দেন না শাশুড়ি। এদিন ফাঁক পেয়েই হেঁসেলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। রাজের দায়িত্ব বাথরুম পরিস্কারের।

আরও পড়ুন, করোনার থেকেও আরও বড় সমস্যার কথা জানালেন অপর্ণা সেন

করোনাভাইরাসকে রুখতে হোম কোয়ারেন্টাইনই একমাত্র উপায় বা দাওয়াই। কাজের চাপে আপনজনেদের সঙ্গে এতটা সময় কাটানো হয়ে ওঠে না তারকাদের। তাই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন পুরোদস্তুর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও গৃহবন্দী। এদিন স্বামী রোশন সিংয়ের সঙ্গে সেলফি পোস্ট করেছেন।

View this post on Instagram

Quarantine selfie

A post shared by Srabanti singh (@srabanti.smile) on

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়েছে। করোনার প্রকোপ রুখতে সামাজিক দুরত্ব বজায় রাখা ও পরিচ্ছন্ন থাকার নিদান জারি করেছে সরকার। অগত্যা হোম আইসোলেশনে প্রত্যেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nusrat Jahan Srabanti Chatterjee Subhasree Ganguly