/indian-express-bangla/media/media_files/2025/09/02/shatarup-2025-09-02-16-51-58.jpg)
কী দাবি বাম-নেতার?
যত দোষ নন্দ 'ঘোষ'? এই একটা পদবী গতকাল থেকে আলোচনার থেকে বেশি খোরাকের পাত্র হয়ে উঠেছে। কারণ? অনির্বাণ ভট্টাচার্য তাঁর হুলিগানিজমে যেভাবে বঙ্গ রাজনীতির তিন চর্চিত নেতাকে নিয়ে মশকরা করেছেন, তা সহজে ভোলার নয়। ভরা মঞ্চে, তাঁর গানের আলোচনার বিষয় ছিল, রাজনীতি। বাংলা রাজনীতি নিয়ে এখন পাহাড় সমান অভিযোগ। সেই বিষয়টাকে যেন আরও বেশি করে উস্কে দিলেন তিনি।
এদিকে, কুণাল-শতরূপ এবং দীলিপ- এই ৩ ঘোষের নাম নিয়েই অনির্বাণ রসালো মন্তব্য করেন গানে গানে। যদিও, কুণাল ঘোষ সম্পূর্ণ বিষয়টাকে বেশ স্পোর্টিংলি নিয়েছেন। নিজের সমাজ মাধ্যমে সেই গানের ক্লিপিং শেয়ার করে লিখেছেন কুণাল ঘোষ মজা নিতে জানে। আর বাকিরা? এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় নেতা শতরূপ ঘোষ? তাঁর কী বক্তব্য? এই বাম-নেতাকে যে বিষয় নিয়ে আগেও শুনতে হয়েছিল তা হল 'বাবার দেওয়া গাড়ি'।
Hooliganism-Rudranil Ghosh Exclusive: তিন ঘোষের 'হুলিগানিজমে' রুদ্র রোষে অনির্বাণ!
বাবার দেওয়া বিলাসবহুল গাড়ি নিয়ে আগেও ঘরে-বাইরে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষকে। তৃণমূল তো বটেই, দলের অন্দরেও একাংশের রোষে পড়তে হয়েছিল বাম-নেতাকে। দলের একাংশ সিপিএমের শীর্ষ নেতৃত্বের কাছে প্রশ্ন তুলেছিল, হোল টাইমার হয়ে এত টাকা, বিলাসবহুল গাড়ি কেন ব্যবহার করবেন শতরূপ? এতে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তৃণমূল নেতা কুণাল ঘোষও শতরূপের ওই গাড়ি নিয়ে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি। যদিও সে সময়ও যাবতীয় সমালোচনা স্ট্রেটব্যাটে খেলেছিলেন শতরূপ।
তাই, আবার যখন অনির্বাণের গানের মাধ্যমেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল, তখন কী বলছেন শতরূপ? বাম নেতা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই তাঁকে ফুরফুরে মেজাজে বলতে শোনা গেল, "আমার তো বেশ ভালই লেগেছে। পলিটিক্যাল স্যাটায়ার আমি সবসময়ই খুব পছন্দ করি। এক্ষেত্রে বলতে হয়, আমিও না হয় বেলা বোস বা নীলাঞ্জনার মতো একটি গানের অংশ হলাম।"