Parambrata-Piya Parenthood: জামাইষষ্ঠীর দিন টলিপাড়ার চাটুজ্জে পরিবারে এসেছে জুনিয়র চট্টোপাধ্যায়। দুই থেকে তিন হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাঁদের জীবনে এসেছে লিটল প্রিন্স। একরত্তির সঙ্গে সময় কাটানোর জন্য পরমব্রত পিতৃত্বকালীন ছুটি নেবেন সেটা আগেই ঘোষণা করেছিলেন। যেমন কথা তেমন কাজ। ছোট্ট সোনাকে নিয়ে পিতৃত্ব উপভোগ করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন নিউলি মাম্মি পিয়া চক্রবর্তীও। ছোট্ট সোনাকে কখনও স্নেহের চুম্বন তো কখনও আবার দুধের বোতল নিয়ে খাওয়াচ্ছেন পরমব্রত। ড্যাডি কুল পরমব্রত যে সন্তান সামলানোর দায়িত্বে সিদ্ধহস্ত হয়ে উঠেছেন সে কথা বলাই বাহুল্য।
সোশ্যাল মিডিয়ায় সন্তানের সঙ্গে মিষ্টি মুহূর্তের টুকরো ছবি ভাগ করে নিয়েছেন পরমব্রত-পিয়া। সদ্যোজাতর মুখ এখনও আড়ালেই রেখেছেন, তবে পরব্রতর কোলে ছোট্ট সোনার ছবিতে মাথা ভর্তি চুল দৃশ্যমান। এর আগে অবশ্য পিয়া ছোট্ট সোনার হাত-পায়ের কিছু ছবি পোসল্ট করেছেন। এখন শুধু অপেক্ষা চাটুজ্জে পরিবারের খুদে সদস্যের মুখ দর্শনের। কার মতো দেখতে হল পরমব্রত-পিয়ার রাজপুত্তুরকে। ছেলের জন্মের পর কর্মসূত্রে দেশের বাইরেও থেকেছেন পরমব্রত। সেই সময় একা হাতে সবটা সামলেছেন পিয়া। তবে এখন একরত্তিকে নিয়ে 'পেরেন্টহুড'-এর জার্নি উপভোগ করছেন তা ছবিতেই স্পষ্ট।
আরও পড়ুন 'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া
সোশ্যাল মিডিয়ায় সুন্দর মুহূর্তের ছবি ভাগ করতেই ইন্ডাস্ট্রির বন্ধু পার্নো মিত্র, অঙ্গনা রায় সহ ভক্তদের ভালবাসায় ভাসছেন পরম-পিয়া। বাবা হওয়ার পর জীবনের প্রথম পিতৃদিবসে রাজপুত্রের প্রথম ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। ছোট্ট নরম আঙুলের কোমল স্পর্শ 'ড্যাডি কুল' পরমের হাতে। এক বৃষ্টিভেজা দিনে সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন পরম পত্নী পিয়া।
আরও পড়ুন 'এই তো কয়েক ঘণ্টা আগেও...', মাতৃত্বের অনাবিল সুখের মুহূর্ত ভাগ পরম পত্নী পিয়ার
মুঠো করা ছোট্ট পাঁচ আঙুলে মায়ের বুড়ো আঙুল আগলে রেখেছেন ছোট্ট সোনা। মা-ছেলের এই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, 'মাম্মাস বেবি' যার বাংলা তর্জমা করলে হয়, মায়ের সোনা। প্রসঙ্গত,২৭ জুন ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনের আগেই জীবনের অন্যতম সেরা উপহারটা পেয়েছেন পরমব্রত। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পরম পত্নী পিয়া চক্রবর্তী। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
আরও পড়ুন জামাইষষ্ঠীতেই 'জুনিয়র চ্যাটার্জি'-র আগমন, দুই থেকে তিন হলেন পরমব্রত-পিয়া, পুত্র না কন্যা এল ঘরে?